ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

তারেককে দেশে ফেরাতে বৃটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

রোববার দুপুরে পাবনায় চিফ জুডিশিয়াল আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

পরে জেলা জজ আদালত চত্বরে পাবনা গণপূর্ত বিভাগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সেখানে তিনি বলেন, জাতির জনক একটি সুন্দর সাংবিধান দিয়ে গিয়েছিলেন যা আমেরিকাও পারে নাই।

বঙ্গবন্ধুর হত্যার পর সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন।

আইনমন্ত্রী বিচার বিভাগ সম্পর্কে বলেন, শেখ হাসিনার সরকারই আ্ইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বিচারকদের জন্য, বিচার প্রার্থীদের জন্য অনেক কাজ করেছে। বিচারক সংকট কাটাতে প্রতি ৬ মাসে বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। বিচারকদের মান উন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এক বছরের মধ্যে বিচারের জট কমে যাবে।

আনিসুল হক বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বাংলাদেশের উন্নয়ন কেউ দমায়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, এখন অনেকেই দেশে আইনের শাসন নেই বলে চেঁচামেচি করেন। কিন্ত যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ইনডেমনিটির মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, তখন আইনের শাসন কোথায় ছিল?

আইনমন্ত্রী বলেন, যখন জাতীয় ৪ নেতাকে হত্যার পর বিচার বন্ধ করা হলো তখন আইনের শাসন কোথায় ছিল এবং আপনারা তখন কথা বলেননি কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন আইনের শাসন।

পাবনার জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভ‚মিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

তারেককে দেশে ফেরাতে বৃটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী

আপডেট সময় ০৮:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

রোববার দুপুরে পাবনায় চিফ জুডিশিয়াল আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

পরে জেলা জজ আদালত চত্বরে পাবনা গণপূর্ত বিভাগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সেখানে তিনি বলেন, জাতির জনক একটি সুন্দর সাংবিধান দিয়ে গিয়েছিলেন যা আমেরিকাও পারে নাই।

বঙ্গবন্ধুর হত্যার পর সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন।

আইনমন্ত্রী বিচার বিভাগ সম্পর্কে বলেন, শেখ হাসিনার সরকারই আ্ইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বিচারকদের জন্য, বিচার প্রার্থীদের জন্য অনেক কাজ করেছে। বিচারক সংকট কাটাতে প্রতি ৬ মাসে বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। বিচারকদের মান উন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এক বছরের মধ্যে বিচারের জট কমে যাবে।

আনিসুল হক বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বাংলাদেশের উন্নয়ন কেউ দমায়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, এখন অনেকেই দেশে আইনের শাসন নেই বলে চেঁচামেচি করেন। কিন্ত যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ইনডেমনিটির মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, তখন আইনের শাসন কোথায় ছিল?

আইনমন্ত্রী বলেন, যখন জাতীয় ৪ নেতাকে হত্যার পর বিচার বন্ধ করা হলো তখন আইনের শাসন কোথায় ছিল এবং আপনারা তখন কথা বলেননি কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন আইনের শাসন।

পাবনার জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভ‚মিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।