অাকাশ জাতীয় ডেস্ক:
মতবিনিময়ে বক্তব্য দেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। তিনি মনে করেন আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।
মান্না বলেন, ‘বিএনপির নেতারা বলেন আইনের লড়াই করে বেগম জিয়াকে মক্ত করবেন, করেন দেখি?’
দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে দাবি করে সাবেক আওয়ামী লীগ নেতা বলেন, ‘তার কোনো বিচার নাই, আর বেগম জিয়ার দুই কোটি টাকায় পাঁচ বছর জেল, কী আজব দেশ!’
মান্নার মতে, দেশে আইনের শাসন নেই বলেই বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছে এবং এখন তার জামিন হচ্ছে না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন গণফোরাম সভাপতি কামাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী শাহদিন মালিক প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















