ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে: সাদ্দামের মা কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

প্রধান বিরোধী দলের মিছিল-সমাবেশে বাধা কেন: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনি ভাবে এখনো বাকশাল কায়েম করা হয়নি, তাহলে প্রধান বিরোধী দলের মিছিল-সমাবেশে বাধা কেন সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন মিছিল সমাবেশ করতে পারবে না, আইন করে নির্দেশনা জারি করুক সরকার। বিশ্বও জানবে বাংলাদেশে বিরোধী দলকে সমাবেশ মিছিল করতে দেওয়া হয় না।’

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান সরকারের কাছে এ প্রশ্ন রাখেন।

মে দিবসে রাজধানীতে সমাবেশ ও র‌্যালি করার অনুমতি না পেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শ্রমিক দলকে র‌্যালি সমাবেশের অনুমতি দেওয়ায় সরকারের নিন্দা জানিয়ে নজরুল বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান খালি পড়ে থাকলেও জাতীয়তাবাদী শ্রমিকদলকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। সরকার দিনে দিনে আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে।’

শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘শ্রমিকদলের সাধারণ সম্পাদককে থানায় ডেকে নিয়ে র‌্যালি না করতে হুমকি দিয়েছে পুলিশ। অথচ সোহরাওয়ার্দী উদ্যান খালি পড়ে আছে। কেউ যায়নি সেখানে। আমাদের সমাবেশ করতে দেওয়া হলো না।’

কেন দেওয়া হলো না?- প্রশ্ন রেখে এ বিএনপি নেতা বলেন, ‘কারণ সরকারের কাছে রিপোর্ট আছে, শ্রমিকদলের বিশাল মিছিলে হাজার শ্রমিক যোগ দেবে। কিন্তু সরকার চায় না জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মিছিল হোক, স্লোগান হোক।’

সরকার ভীত হয়ে মিছিলও করতে দিচ্ছে না অভিযোগ করে নজরুল বলেন, ‘সরকারের এই জুলুম অত্যাচার একদিন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। যে কথা তারা শুনতে চান না, সে কথাই উচ্চারিত হবে আরও জোরে, আরও বেশি মানুষের কণ্ঠে।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটি শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। বাংলাদেশে শ্রমিকদের অধিকার এখনো আদায় হয়নি। শ্রমিকদলকে অনুমতি না দেয়া, বিএনপি নেত্রীকে জেলে রাখা, গাজীপুর খুলনায় নির্বাচনে ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের গ্রেপ্তার সব একই সূত্রে গাঁথা।’

সংবাদ সম্মেলনে শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেইন বলেন, ‘সোমবার সারাদিন পুলিশের সঙ্গে বার বার যোগাযোগ করলেও পুলিশ নিশ্চুপ থাকে। সন্ধ্যা ৭টায় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেকে র‌্যালি করার অনুমতি দেয়া হবে না বলে জানিয়ে দেন।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শ্রমিক দল নিবন্ধিত শ্রমিক সংগঠন হওয়া সত্ত্বেও শ্রমিক সমাবেশ করতে না দেওয়ায় আবারও প্রমাণিত হলো পুলিশ একদলীয় কর্তৃত্ববাদী সরকারের হয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

প্রধান বিরোধী দলের মিছিল-সমাবেশে বাধা কেন: নজরুল

আপডেট সময় ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনি ভাবে এখনো বাকশাল কায়েম করা হয়নি, তাহলে প্রধান বিরোধী দলের মিছিল-সমাবেশে বাধা কেন সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন মিছিল সমাবেশ করতে পারবে না, আইন করে নির্দেশনা জারি করুক সরকার। বিশ্বও জানবে বাংলাদেশে বিরোধী দলকে সমাবেশ মিছিল করতে দেওয়া হয় না।’

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান সরকারের কাছে এ প্রশ্ন রাখেন।

মে দিবসে রাজধানীতে সমাবেশ ও র‌্যালি করার অনুমতি না পেয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শ্রমিক দলকে র‌্যালি সমাবেশের অনুমতি দেওয়ায় সরকারের নিন্দা জানিয়ে নজরুল বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান খালি পড়ে থাকলেও জাতীয়তাবাদী শ্রমিকদলকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। সরকার দিনে দিনে আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে।’

শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘শ্রমিকদলের সাধারণ সম্পাদককে থানায় ডেকে নিয়ে র‌্যালি না করতে হুমকি দিয়েছে পুলিশ। অথচ সোহরাওয়ার্দী উদ্যান খালি পড়ে আছে। কেউ যায়নি সেখানে। আমাদের সমাবেশ করতে দেওয়া হলো না।’

কেন দেওয়া হলো না?- প্রশ্ন রেখে এ বিএনপি নেতা বলেন, ‘কারণ সরকারের কাছে রিপোর্ট আছে, শ্রমিকদলের বিশাল মিছিলে হাজার শ্রমিক যোগ দেবে। কিন্তু সরকার চায় না জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মিছিল হোক, স্লোগান হোক।’

সরকার ভীত হয়ে মিছিলও করতে দিচ্ছে না অভিযোগ করে নজরুল বলেন, ‘সরকারের এই জুলুম অত্যাচার একদিন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। যে কথা তারা শুনতে চান না, সে কথাই উচ্চারিত হবে আরও জোরে, আরও বেশি মানুষের কণ্ঠে।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটি শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। বাংলাদেশে শ্রমিকদের অধিকার এখনো আদায় হয়নি। শ্রমিকদলকে অনুমতি না দেয়া, বিএনপি নেত্রীকে জেলে রাখা, গাজীপুর খুলনায় নির্বাচনে ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের গ্রেপ্তার সব একই সূত্রে গাঁথা।’

সংবাদ সম্মেলনে শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেইন বলেন, ‘সোমবার সারাদিন পুলিশের সঙ্গে বার বার যোগাযোগ করলেও পুলিশ নিশ্চুপ থাকে। সন্ধ্যা ৭টায় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেকে র‌্যালি করার অনুমতি দেয়া হবে না বলে জানিয়ে দেন।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শ্রমিক দল নিবন্ধিত শ্রমিক সংগঠন হওয়া সত্ত্বেও শ্রমিক সমাবেশ করতে না দেওয়ায় আবারও প্রমাণিত হলো পুলিশ একদলীয় কর্তৃত্ববাদী সরকারের হয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।