অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর সিটি কর্পোরেশনের মতো গাজীপুর ও খুলনায় নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের আগে হেরে যায়।
তিনি বলেন, বিএনপি জনমত দেখে আঁচ করতে পারছে যে, নির্বাচনে তাদের ভরাডুবি অনিবার্য? এ কারণে আগেভাগে নির্বাচনে কারচুপির অভিযোগ আনার ক্ষেত্র তৈরি করছে।
সোমবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে মানুষ কেন নির্বাচিত করবে? এরা ক্ষমতায় এলে আবার দুর্নীতি করবে। হাওয়া ভবন খুলবে। সন্ত্রাস করবে।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ দেখাতে পারে, সেটি দেখাক। বিএনপি আচরণবিধি লঙ্ঘনের সেই প্রমাণ অভিযোগ আকারে নির্বাচন কমিশনের কাছে দিতে পারে। কিন্তু মিথ্যা অভিযোগ করার কারণ কী?
গাজীপুর ও খুলনার কোথাও আচরণবিধি লঙ্ঘন করা হয়নি দাবি করে তিনি বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতা চালাতে পারে- এমন অভিযোগে যদি কাউকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে, তাহলে সেটি কী ভীতি প্রদর্শনের মধ্যে পড়ে?
কৃষক লীগের বিভিন্ন জায়গায় অহেতুক কমিটি দেয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এখানে যারা আছেন, তারা কতজন কৃষক? এ সময় মিলনায়তনে থাকা অতিথিদের বেশির ভাগই হাত তুলে নিজেদের কৃষক দাবি করেন। তখন মাথা নেড়ে না-সূচক জবাব দিয়ে কাদের বলেন, ঢাকায় বসে কৃষক! কৃষক লীগের ধানমন্ডি, গুলশান, কুয়েত, কাতার, সৌদি আরব, নিউইয়র্ক শাখার কী দরকার? যেসব জায়গায় ফোকাস দেয়া দরকার, সেসব জায়গায় ফোকাস দিতে হবে।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















