অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘উদ্ভট ও আবোল-তাবোল বকবকানি’ করছেন বলে মনে করেন রুহুল কবির রিজভী।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তিন চিকিৎসকের দাবি নিয়ে কাদের সন্দেহ প্রকাশের পর সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়ম যুগ্ম মহাসচিব।
শনিবার দলীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে ছিলেন খালেদা জিয়ার বেশ কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক। তারা সবাই কারাবন্দি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা বলেন।
এদের মধ্যে নিউরো মেডিসিনের অধ্যাপক ওয়াহিদুর রহমান বলেন, ‘তার (খালেদা জিয়া) কোমরের হাড়ও ক্ষয়ে যাচ্ছে। এতে তার প্যারালাইসিস (পক্ষাঘাত) হওয়ার আশঙ্কা করছি।’
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে অবসর নেয়া চক্ষু বিশেষজ্ঞ আবদুল কুদ্দুস বলেন, ‘তার সুচিকিৎসা করানো না হলে চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। তিনি অন্ধ হয়ে যেতে পারেন।’
অন্য একজন চিকিৎসক বলেন, ‘তার (খালেদা জিয়া) প্রসাব-পায়খানাও বন্ধ হয়ে যেতে পারে।’
আর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে গিয়ে চিকিৎসকদের এসব দাবি নিয়ে কথা বলেন কাদের। এই চিকিৎসকদের ‘জাতীয়তাবাদী চিকিৎসক’ আখ্যা দিয়ে কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অসুস্থ কি না সেটা চিকিৎসকরা বলতে পারবেন। তবে চিকিৎসক তো আবার জাতীয়তাবাদীও আছেন। আর জাতীয়তাবাদী চিকিৎসকরা যখন সার্টিফিকেট দেবেন, তখন তো এ ব্যপারে সন্দেহ থাকা স্বাভাবিক। তারা প্রকৃত চিত্রটা না বলে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে দেবেন।’
আর এর প্রতিক্রিয়ায় রিজভী তার সংবাদ সম্মেলনে বলেন, ‘অপপ্রচার আর কুৎসা রটনার কোরাশ দলের কাণ্ডারি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনার রক্ত শাসনের দিক থেকে জনগণের দৃষ্টিকে সরাতে প্রতিদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্ভট ও আবোল-তাবোল বকবকানি মানুষকে শুনতে হচ্ছে।’
রিজভীর অভিযোগ, যথার্থ চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের ‘টালবাহানায়’ খালেদা জিয়াকে ‘বিনা চিকিৎসায়’ কারাগারে ‘বিপন্ন জীবন’ কাটাতে হচ্ছে। তার শারীরিক অসুস্থতা নিয়ে এ বিষয়ে সরকার নিশ্চুপ-নির্বাক থেকে দলের সাধারণ সম্পাদককে দিয়ে ‘ঠাট্টা তামাশা’ করাচ্ছে।
‘এটা নিষ্ঠুর উপহাস। দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দী রেখে এক দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কি না সে প্রশ্নে দেশবাসী উত্তাল’-বলেন রিজভী।
বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া আদালতের নয়, শেখ হাসিনার ‘প্রতিহিংসার বদৌলতে’ কারাগারে বন্দী। আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকতা করা হয়েছে মাত্র।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবারও দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















