অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের মুলতানে নিজের ইচ্ছায় বিয়ে করায় বোনকে গুলি করে করেছে ভাই। মঙ্গলবার মুলতান হাইকোর্ট প্রাঙ্গণে তাকে হত্যা করা হয়। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে শুনানির জন্য আসেন কুলসুম এ সময় অতর্কিতভাবে গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। এ ঘটনায় কুলসুমের স্বামী তাদের আইনজীবী এবং আরও একজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নিসতার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, কুলসুমের স্বামীর অবস্থা গুরুতর। কুলসুমের ভাইকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
গত দুই বছরে দক্ষিণ পাঞ্জাবে অনার কিলিংয়ের নামে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সম্মান রক্ষার নামে প্রদেশে প্রত্যেকদিন গড়ে অন্তত ৫ জন নারী খুন হন। দেশে অনারকিলিং বেড়ে যাওয়ায় কয়েক মাস আগে পাকিস্তান পিপলস পার্টির নারী আইনপ্রণেতারা জাতীয় পরিষদের সচিবালয়ে আলোচনার জন্য একটি নোটিশ উপস্থাপন করেন।
শাজিয়া মারি, বেলুম হুসনা, মেহেরিন ভুট্টো, শাজিয়া সবিয়া, শাহিদা রেহমানি স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অনারকিলিং বেড়ে যাওয়ার ব্যাপারে আমরা মানবাধিকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। … বিশেষ করে নিষ্ঠুর ঘটনার প্রতি… বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার তরুণী হিনা শাহ নওয়াজকে অনারকিলিংয়ের নামে বর্বরোচিত হত্যাকাণ্ডের ব্যাপারে।
অনারকিলিং হলো, পরিবারের সম্মান নষ্ট করেছে মনে করলেই তাকে হত্যা করা। এক্ষেত্রে কোনো ভাই তার বোনকে অনারকিলিং করলে আদালতে তার বিচারে মা কিংবা বাবা যদি ছেলেকে নির্দোষ দাবি করেন, তাহলে আদালত তাকে আর সাজা দেন না।