ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড নওগাঁয় বিএনপির প্রচারণা চালিয়ে চাকরি হারালেন মুয়াজ্জিন বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম

বিএনপি নেতারা চান না তারেক জিয়া দেশে আসুক: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি একেক দিন একেক কথা বলছে। বিএনপি নেতারাও চান না তারেক জিয়া দেশে আসুন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দুপুরে চারটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে। তিনি দণ্ডপ্রাপ্ত, আবার পলাতক। সাহস থাকে তো বাংলাদেশে আসুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেল-জুলুম-রাজপথ যাঁরা মোকাবিলা করতে পারেন না, এই বাংলার মাটিতে তাঁরা কোনো দিন নেতা হতে পারবেন না। তারেক জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। সেই কাগজ আমাদের কাছে আছে।’

সরকার তারেক জিয়াকে দেশে আনতে পারবে না, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তার মানে উনি দেশে থাকবেন না। তার মানে বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুন।

বিএনপি এখন শুধু নালিশ করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নয় বছরে দেশে যা কাজ হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ যুক্ত হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার

বিএনপি নেতারা চান না তারেক জিয়া দেশে আসুক: কাদের

আপডেট সময় ০৭:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিএনপি একেক দিন একেক কথা বলছে। বিএনপি নেতারাও চান না তারেক জিয়া দেশে আসুন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার দুপুরে চারটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে। তিনি দণ্ডপ্রাপ্ত, আবার পলাতক। সাহস থাকে তো বাংলাদেশে আসুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেল-জুলুম-রাজপথ যাঁরা মোকাবিলা করতে পারেন না, এই বাংলার মাটিতে তাঁরা কোনো দিন নেতা হতে পারবেন না। তারেক জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। সেই কাগজ আমাদের কাছে আছে।’

সরকার তারেক জিয়াকে দেশে আনতে পারবে না, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তার মানে উনি দেশে থাকবেন না। তার মানে বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুন।

বিএনপি এখন শুধু নালিশ করে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নয় বছরে দেশে যা কাজ হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ যুক্ত হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।