ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ, জানালেন একাধিক কারণ কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবে না বিএনপির: মির্জা আব্বাস জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা গতকালের ঘটনার পরে অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম কাজ দেওয়ার নামে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজারে জাতিসংঘের নিরাপত্তা প্রতিনিধি দল

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

শনিবার বিকালে কুয়েত থেকে বিশেষ বিমানে করে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দল বহণকারী বিমানটি। পরে কঠোর নিরাপত্তায় মেরিন ড্রাইভ সড়কযোগে পর্যটন এলাকার পাথুরে বিচ ইনানী সৈকতের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে ওঠেন তারা।

সূত্র জানায়, প্রতিনিধি দলে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ছাড়াও ১০জন স্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন প্রতিনিধি আছেন।

সূত্র আরো জানায়, শনিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা হোটেল রয়েল টিউলিপের সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ও কর্মরত প্রধানদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান পেক্ষাপট সম্পর্কে জানেন।

রোববার প্রতিনিধি দলটি বান্দরবান সীমান্তের জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পাশাপাশি সীমান্ত এলাকা ঘুরে দেখবেন।

পরে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তারা মিয়ানমার থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ আলোচনার পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মিলিত হওয়ার কথা রয়েছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই প্রতিনিধি দলকে ঘিরে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চারস্তরের নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে গত দুই দিন ধরে কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফ উপজেলাসহ মেরিন ড্রাইভ এলাকায় ব্যাপক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, রোহিঙ্গ্যা ক্যাম্প ও হোটেলসহ তাদের যতায়তের সবস্থানে নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন দৈনিক আকাশকে বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের পরিদর্শনে আসা এটিই সর্ববৃহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি সরেজমিনের পরিদর্শনের পর রোহিঙ্গা সমস্যার সমাধানে অনেকটা সুফল আশা করা যেতে পারে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রতিনিধি দলটি রোববার রোহিঙ্গা ক্যাম্পের দিনব্যাপী কর্মকান্ড শেষ করে বিকাল সাড়ে ৩টায় বিশেষ বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন

কক্সবাজারে জাতিসংঘের নিরাপত্তা প্রতিনিধি দল

আপডেট সময় ১১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

শনিবার বিকালে কুয়েত থেকে বিশেষ বিমানে করে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দল বহণকারী বিমানটি। পরে কঠোর নিরাপত্তায় মেরিন ড্রাইভ সড়কযোগে পর্যটন এলাকার পাথুরে বিচ ইনানী সৈকতের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে ওঠেন তারা।

সূত্র জানায়, প্রতিনিধি দলে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ছাড়াও ১০জন স্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন প্রতিনিধি আছেন।

সূত্র আরো জানায়, শনিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা হোটেল রয়েল টিউলিপের সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ও কর্মরত প্রধানদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান পেক্ষাপট সম্পর্কে জানেন।

রোববার প্রতিনিধি দলটি বান্দরবান সীমান্তের জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পাশাপাশি সীমান্ত এলাকা ঘুরে দেখবেন।

পরে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তারা মিয়ানমার থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ আলোচনার পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মিলিত হওয়ার কথা রয়েছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই প্রতিনিধি দলকে ঘিরে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চারস্তরের নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে গত দুই দিন ধরে কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফ উপজেলাসহ মেরিন ড্রাইভ এলাকায় ব্যাপক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, রোহিঙ্গ্যা ক্যাম্প ও হোটেলসহ তাদের যতায়তের সবস্থানে নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন দৈনিক আকাশকে বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের পরিদর্শনে আসা এটিই সর্ববৃহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি সরেজমিনের পরিদর্শনের পর রোহিঙ্গা সমস্যার সমাধানে অনেকটা সুফল আশা করা যেতে পারে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রতিনিধি দলটি রোববার রোহিঙ্গা ক্যাম্পের দিনব্যাপী কর্মকান্ড শেষ করে বিকাল সাড়ে ৩টায় বিশেষ বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।