অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, এ দেশের রাজনীতিতে এখন বেগম খালেদা জিয়া অবাঞ্ছিত, তারেক জিয়া অবাঞ্ছিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়া মুক্তি পাবেন না।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে তরীকত ফেডারেশনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এ দেশে আর জিয়া পরিবারের কারও নেতৃত্বে সরকার গঠন হবে না। বিএনপির রাজনীতির কবর রচিত হয়ে গেছে। তারেক রহমান বিদেশে পালিয়ে আছে। তাকে দেশে ফেরানো হলে স্থান হবে কারাগারে। দেশের মানুষের জন্য এটি লজ্জার যে, একটি দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত।
তিনি বলেন, আজ জিয়া পরিবারের শত্রু মির্জা ফখরুলরাই। তারা চায় না তারেক দেশে ফিরে আসুক। কারণ তারেক দেশে ফিরে এলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সম্পর্কে সজাগ থাকতে তরীকতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এই যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীরা ইসলামের শত্রু। যতক্ষণ তাদের নির্মূল করা না যাবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে আমরা অগ্রণী ভূমিকা রেখেছিলাম। এবার তাদের নির্মূলেও তরীকতের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, তরীকত ফেডারেশনের নবনির্বাচিত মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুর বশর মাইজভান্ডারি, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভান্ডারি প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















