ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

হানিফের বক্তব্য দাম্ভিকতার বহিঃপ্রকাশ: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবেন’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এ ধরনের বক্তব্য ‘দাম্ভিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ সদস্য বলেন, ‘কারণ ক্ষমতায় থাকা-না থাকাটা যেহেতু জনগণের ইচ্ছা-অনিচ্ছার একটা বিষয় আছে, সেখানে এ ধরনের দাম্ভিকতা, অহংবোধ থাকাটা ভালো না।’

আজ শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গয়েশ্বর রায় এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার ও সমন্বয়ের জন্য তিনি সেখানে অবস্থান করছেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টা করবেন।’

গত বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

খুলনায় এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের নেতা মাহবুব-উল-আলম হানিফ একটা কথা বলেছেন। তাঁর কথার গুরুত্ব আমি খুব কম দিই। তার পরেও তিনি যখন বলেছেন…। যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী সুস্থ আছে যদি বলে, তাহলে আমি বলব, তিনি সুস্থ নাই। যদি কথা এভাবে ঘুরায়ে বলতেন, প্রধানমন্ত্রী যত দিন অসুস্থ, তত দিনই ক্ষমতায় থাকব। তাহলে কথাটার একটা অর্থ থাকে। কারণ রাজনীতিতে এ ধরনের অসুস্থ না হলে এ ধরনের বক্তব্য আসে না।’

‘আর যত দিন জীবিত আছেন, তত দিনই ক্ষমতায় থাকবেন—এটাই যদি হয় তাহলে বলব, এটা শব্দটা কিন্তু গণতান্ত্রিক শব্দের সঙ্গে সাংঘর্ষিক। কথাটা যদি এভাবে হতো যে যত দিন জনগণ চায়, তত দিন ক্ষমতায় থাকবেন। তাহলে মনে হয় কথাটা মানুষের কাছে ভালো লাগত।’

বিএনপির নেতা আরো বলেন, ‘এখন দেশটার মালিক যদি জনগণ হয়, তাহলে আমার ক্ষমতায় থাকার ইচ্ছাটা যদি জনগণের ইচ্ছার বাইরে হয়, তাহলে আমি মনে করব, তারা সুস্থ না। তারা রাজনৈতিকভাবে অসুস্থ। অসুস্থ ভাবনাকে সম্বল করে এবং অসুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করার চেষ্টা করতে পারে।’

‘জনগণই সিদ্ধান্ত নেবে তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে… জনগণের ইচ্ছা পরিপন্থী হলে জনগণই কিন্তু সেখানে তার সিদ্ধান্ত নেয় তারা কী করবে?’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির ও নেতা।

সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরার তালা-কলারোয়ার উপজেলার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, ডা. গাজী আবদুল হাদী, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

হানিফের বক্তব্য দাম্ভিকতার বহিঃপ্রকাশ: গয়েশ্বর

আপডেট সময় ০৮:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবেন’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এ ধরনের বক্তব্য ‘দাম্ভিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ সদস্য বলেন, ‘কারণ ক্ষমতায় থাকা-না থাকাটা যেহেতু জনগণের ইচ্ছা-অনিচ্ছার একটা বিষয় আছে, সেখানে এ ধরনের দাম্ভিকতা, অহংবোধ থাকাটা ভালো না।’

আজ শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গয়েশ্বর রায় এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার ও সমন্বয়ের জন্য তিনি সেখানে অবস্থান করছেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টা করবেন।’

গত বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

খুলনায় এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের নেতা মাহবুব-উল-আলম হানিফ একটা কথা বলেছেন। তাঁর কথার গুরুত্ব আমি খুব কম দিই। তার পরেও তিনি যখন বলেছেন…। যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী সুস্থ আছে যদি বলে, তাহলে আমি বলব, তিনি সুস্থ নাই। যদি কথা এভাবে ঘুরায়ে বলতেন, প্রধানমন্ত্রী যত দিন অসুস্থ, তত দিনই ক্ষমতায় থাকব। তাহলে কথাটার একটা অর্থ থাকে। কারণ রাজনীতিতে এ ধরনের অসুস্থ না হলে এ ধরনের বক্তব্য আসে না।’

‘আর যত দিন জীবিত আছেন, তত দিনই ক্ষমতায় থাকবেন—এটাই যদি হয় তাহলে বলব, এটা শব্দটা কিন্তু গণতান্ত্রিক শব্দের সঙ্গে সাংঘর্ষিক। কথাটা যদি এভাবে হতো যে যত দিন জনগণ চায়, তত দিন ক্ষমতায় থাকবেন। তাহলে মনে হয় কথাটা মানুষের কাছে ভালো লাগত।’

বিএনপির নেতা আরো বলেন, ‘এখন দেশটার মালিক যদি জনগণ হয়, তাহলে আমার ক্ষমতায় থাকার ইচ্ছাটা যদি জনগণের ইচ্ছার বাইরে হয়, তাহলে আমি মনে করব, তারা সুস্থ না। তারা রাজনৈতিকভাবে অসুস্থ। অসুস্থ ভাবনাকে সম্বল করে এবং অসুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করার চেষ্টা করতে পারে।’

‘জনগণই সিদ্ধান্ত নেবে তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে… জনগণের ইচ্ছা পরিপন্থী হলে জনগণই কিন্তু সেখানে তার সিদ্ধান্ত নেয় তারা কী করবে?’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির ও নেতা।

সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরার তালা-কলারোয়ার উপজেলার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, ডা. গাজী আবদুল হাদী, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান প্রমুখ।