অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। অখণ্ড নির্বাচনের কথা বলা হয়েছে। আওয়ামী লীগের দলীয় লোক প্রধান নির্বাচন কমিশনার। তিনি কীভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন?’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব বলেন। এসময় রিজভী বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তাকে আপত্তিকর বিষয় বলে প্রত্যাহার করতে বলাটা সরকারের চরম ধৃষ্টতা। সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণে সরকারের আসল চরিত্র সঠিকভাবে চিত্রিত হওয়ার কারণেই তারা ক্ষুব্ধ। এই পর্যবেক্ষণে সরকার আর কর্মক্ষম থাকতে পারে না। পার্লামেন্টের কোনও বৈধতা থাকতে পারে না।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বা পুলিশ বিরোধীদলের কোনও কর্মসূচিতে বাধা দেয় না। তারা নিজেরাই গণ্ডগোল করে সভা পণ্ড করে দেয়। মিথ্যার মায়াজাল সৃষ্টি করা ছাড়া আওয়ামী লীগের উন্নয়ন বলে কিছু নেই। তারা জনগণকে বিভ্রান্ত এবং বিরোধীদল ও মতকে নির্দয়ভাবে দমন করার পর মিথ্যা ছড়িয়ে দেয়।’
‘দেশজুড়ে বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান চলছে’ জানিয়ে রিজভী বলেন, ‘কিন্তু এসব অনুষ্ঠান পণ্ড করতে পুলিশ ও দলীয় সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ। ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসন, লুটপাট আর নারকীয় উল্লাসে গোটা জাতি আজ ক্ষত-বিক্ষত।’ তিনি বলেন, ‘বিশেষ অভিযানের নামে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও গণগ্রেফতার শুরু হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















