অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে সেখানে গুলি চালায় ইসরাইলি সেনারা। এ ঘটনায় অপর ১২ ফিলিস্তিনি আহত হয়েছে। খবর আলজাজিরার।
খবরে বলা হয়েছে, ইসরাইল কর্তৃক দখলদারিত্বে প্রতিবাদে ৪ সপ্তাহ আগে ব্যাপকভিত্তিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ফিলিস্তিনিরা। ওই দিন ইসরাইলি সেনাদের গুলিতে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়।
ওই ঘটনার পর থেকে ফিলিস্তিনিরা প্রতি শুক্রাবার বিক্ষোভ অব্যাহত রেখেছে। শুক্রবার (২০ এপ্রিল) ছিল চতুর্থ সপ্তাহের বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন সময়ে কিছু ফিলিস্তিনি সীমান্তের দিকে এগিয়ে গেলে গুলি চালায় ইসরাইলি সেনারা।
তবে রয়টার্সের খবরে বলা হয়, কয়েকজন ফিলিস্তিনি সীমান্তের ‘বেড়া কাটার জন্য একত্রিত’ হয়েছিল। তখন ইসরাইলের পক্ষ থেকে মাইকে তাদের সতর্ক করা হয় এবং সীমান্ত থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা ঘোষণা না শোনায় গুলি চালানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















