ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

সরকার পতন আন্দোলনে বিএনপি মিছিলে শ্লোগানে এগিয়ে যাবে: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন ফুরিয়ে গেছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এখন সরকার পতনের আন্দোলনে বিএনপি, মিছিলে এবং শ্লোগানে এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল।

আদালতের নয়, রাজনৈতিক সিদ্ধান্তে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। এটা এই সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের রেজাল্ট (ফলাফল)। ফৌজদারি মামলা, কিন্তু কারণ হচ্ছে রাজনৈতিক। সে রাজনীতি কী? সেটা হচ্ছে এ দেশের মানুষ লড়াই করে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সে গণতন্ত্র আজকে দেশে অনুপস্থিত। এই সরকার শুধু স্বৈরাচারী নয়, শোষণ এবং বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার প্রক্রিয়ার একটা সরকার। দেশ বাঁচলে আমরা বাঁচবো। ব্যক্তির চেয়ে দেশ বড়, দলের চেয়ে বড় দেশ এবং জনগণ।’

নোমান বলেন, ‘এই সরকারের দুর্নীতিতে, ডাকাতিতে, চুরিতে আর কোনো লজ্জাবোধ নাই। চুরি ডাকাতি এখন আর রাতে করে না। দিনেই করতে পারে। তারা এখন উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গতে তারা আর লজ্জাবোধ করে না।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস আগামী দিনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে, তাদের গণতান্ত্রিক, অধিকার আন্দোলনের লড়াইয়ে। এতে আমরা অবশ্যই জিতবো। কোনো বিরোধী শক্তি কোনোদিন কোনো লড়াইয়ে পরাজিত হয়েছে এর কোনো উদাহরণ এই ভারতীয় উপমহাদেশে নাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন এমন একটা অবস্থায় এসেছে ৮ ফেব্রুয়ারি তার নতুন অধ্যায়ের সূচনা করেছে। জোয়ার ভাটার দেশ। অনেক সময় ভাটা হলে জোয়ারের যে গতি সেই গতি উপলব্ধি করা যায় না। জোয়ার এলে সেটা বোঝা যায়। বাংলাদেশের মানুষের ভেতরে যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, বেদনা, সেটার বহিঃপ্রকাশ ঘটছে ধীরে ধীরে। আগামী দিনেও সেটা ঘটতে থাকবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বের আলোচনা সভায় আরও বক্তব্য দেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

সরকার পতন আন্দোলনে বিএনপি মিছিলে শ্লোগানে এগিয়ে যাবে: নোমান

আপডেট সময় ১১:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন ফুরিয়ে গেছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এখন সরকার পতনের আন্দোলনে বিএনপি, মিছিলে এবং শ্লোগানে এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল।

আদালতের নয়, রাজনৈতিক সিদ্ধান্তে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। এটা এই সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের রেজাল্ট (ফলাফল)। ফৌজদারি মামলা, কিন্তু কারণ হচ্ছে রাজনৈতিক। সে রাজনীতি কী? সেটা হচ্ছে এ দেশের মানুষ লড়াই করে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সে গণতন্ত্র আজকে দেশে অনুপস্থিত। এই সরকার শুধু স্বৈরাচারী নয়, শোষণ এবং বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার প্রক্রিয়ার একটা সরকার। দেশ বাঁচলে আমরা বাঁচবো। ব্যক্তির চেয়ে দেশ বড়, দলের চেয়ে বড় দেশ এবং জনগণ।’

নোমান বলেন, ‘এই সরকারের দুর্নীতিতে, ডাকাতিতে, চুরিতে আর কোনো লজ্জাবোধ নাই। চুরি ডাকাতি এখন আর রাতে করে না। দিনেই করতে পারে। তারা এখন উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গতে তারা আর লজ্জাবোধ করে না।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস আগামী দিনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে, তাদের গণতান্ত্রিক, অধিকার আন্দোলনের লড়াইয়ে। এতে আমরা অবশ্যই জিতবো। কোনো বিরোধী শক্তি কোনোদিন কোনো লড়াইয়ে পরাজিত হয়েছে এর কোনো উদাহরণ এই ভারতীয় উপমহাদেশে নাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন এমন একটা অবস্থায় এসেছে ৮ ফেব্রুয়ারি তার নতুন অধ্যায়ের সূচনা করেছে। জোয়ার ভাটার দেশ। অনেক সময় ভাটা হলে জোয়ারের যে গতি সেই গতি উপলব্ধি করা যায় না। জোয়ার এলে সেটা বোঝা যায়। বাংলাদেশের মানুষের ভেতরে যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, বেদনা, সেটার বহিঃপ্রকাশ ঘটছে ধীরে ধীরে। আগামী দিনেও সেটা ঘটতে থাকবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বের আলোচনা সভায় আরও বক্তব্য দেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।