অাকাশ জাতীয় ডেস্ক:
২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ২০১৮ নির্বাচনের বছর। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশ যেন অশান্ত না হয়। এ জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিরোধী দলের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার এককভাবে বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে ভোট দেয়ার জন্য বলছে। আর বিরোধী দলগুলোকে বিভিন্ন অডিটোরিয়াম ও গৃহের মধ্যে বন্দি রেখেছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এতে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করীম আব্বাসী, আব্দুল গনি, কামাল উদ্দিন মোস্তফা, সহসভাপতি খায়রুল কবির খান পাঠান, হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা জাফর সিদ্দিকী, তমিজ উদ্দিন টিটো, আবুল বাশার প্রমুখ।
আলি আহমদ বলেন, নির্বাচন কমিশন হলো সরকারের একটা মদদপুষ্ট সংগঠন। যদিও সাংবিধানিকভাবে তাদের স্বাধীনতা রয়েছে। অথচ সেই স্বাধীনতা কাগজপত্রে সীমাবদ্ধ। আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকারের কাছ থেকেই সুনির্দিষ্ট ঘোষণা চান অলি আহমেদ।
কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে এলডিপির সভাপতি বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যখন ১/১১ তে বন্দি ছিলেন তার চিকিৎসার জন্য তৎকালীন সরকার তাকে বিলেতে পাঠিয়েছিল। আজকে খালেদা জিয়াকে বিলেতে পাঠানোর প্রয়োজন নাই। অন্তত গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো যায়। সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক।’
মেধাভিত্তিক প্রশাসনের জন্য কোটা সংস্কারের দাবিও জানান অলি আহমদ।
তিনি বলেন, ‘দেশে সুশাসন চাই। সাধারণ মানুষের অধিকার চাই। কয়েক দিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে। তাদের আন্দোলন ছিল যৌক্তিক। তারা কোটা সংস্কার চেয়েছে বাতিল চায়নি। মুক্তিযোদ্ধার সন্তান, অনগ্রসর গোষ্ঠী ও মহিলাদের জন্য কোটা সংরক্ষিত ছিল। হঠাৎ করে কী কারণে সরকারের পক্ষ থেকে এটা বাতিল করে দেয়া হলো। এখানে দাবি হচ্ছে, কোটা সংস্কার করা হোক। মেধার বিকাশ না ঘটলে সেই জাতি কখনো উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। অশিক্ষিত লোকদের নিয়ে দেশ চলে না।’
২০ দলীয় জোটের শরিকদের আসন বণ্টনের বিষয়ে বিএনপির সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানান এলডিপির সভাপতি। বিএনপি জোট ভাঙার গুঞ্জন নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভাইবোনের মধ্যে ঝগড়া হতেই পারে। ভাইবোনের মধ্যে কি ঝগড়া হয় না?
আকাশ নিউজ ডেস্ক 




















