ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

ইতিহাসের এই দিনে, ৭ এপ্রিল

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ৭ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৭ এপ্রিল, ২০১৮, শনিবার। ২৪শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮৮৯ সালের এ দিনে ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক গ্যাবরিয়েলা মিসট্রল চিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ল্যাটিন আমেরিকার প্রথম কবি যিনি ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন। তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন। গ্যাবিরিয়েলা মিসট্রল তার জন্মভূমি চিলিতেই ১৯৫৭ সালে মারা যান ।

১৯৯২ সালের ইতিহাসের এ দিনে জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ এন্নিমেরা শিমেল জন্মগ্রহণ করেন। ইসলাম ও মুসলিম সভ্যতার বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। ইসলাম নিয়ে গবেষণার করে মাত্র ১৯ বছর বয়সে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এন্নিমেরা শিমেল জার্মান, আমেরিকা এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মীয় ইতিহাস ও ইসলামের আধ্যাত্মিকতা বিষয়ের উপর শিক্ষকতা করেন। ইসলামের প্রতি গভীর আগ্রহী এই গবেষক ইসলামী শিক্ষা ও সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভের জন্যে ইংরেজী ও জার্মানী ভাষা ছাড়াও আরবী, ফার্সী, উর্দু এবং বাংলা ভাষা শেখেন। ইরানের দুজন বিখ্যাত কবি হাফেজ ও রুমী সম্পর্কে তার গভীর আগ্রহ ছিল। তিনি তার দীর্ঘ জীবনে অনেক সম্মানসূচক ডিগ্রী ও পদক পেয়েছেন। প্রখ্যাত এই ইসলাম গবেষক ২০০৩ সালে ইন্তেকাল করেন। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে – ইসলামী ইরফান ও তাসাওফে নারী, হযরত মুহম্মাদ সা:, প্রাচ্যের গজল ও রুমী অন্যতম।

১৯৩৭ সালের এ দিনে ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে। ইতালীর এই সামরিক আগ্রাসনের দুদিন আগে জার্মান ইতালীর জেনারেলদের মধ্যে হামলা চালানোর বিষয়ে আলোচনা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দশ হাজার ইতালীয় সেনা এবং ৪০০ যুদ্ধ বিমান আলবেনীয়া হামলায় অংশ নেয়। পাঁচ দিন যুদ্ধ করার পর আলবেনিয়রা পরাজিত হয় এবং ইতালী আলবেনিয়া দখল করে নেয়।

১৯৪৭ সালের এ দিনে আমেরিকার বিখ্যাত আবিষ্কারক ও গবেষক হেনরী ফোর্ড ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। হেনরী ফোর্ড ১৮৬৩ সালে আমেরিকোর একটি অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি ঘড়ি নির্মান এবং যুবক বয়সে মেকানিকের কাজ করেন। কিন্তু মৃত্যুর সময় তিনি গাড়ী শিল্পের একজন সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন।

২২০ হিজরীর এ দিনে বিখ্যাত জ্যোর্তিবিদ ও গণিত শাস্ত্রবিদ আবু আলী খাইয়ত ইন্তেকাল করেন। সে সময়কার জ্যোর্তিবিজ্ঞানী ও গণিতবিদদের কাছে তার যথেষ্ট মর্যাদা ছিল। তিনি এ দুটি বিষয়ের উপর বেশ কিছু বই লেখেন।

৬০৮ হিজরীর এ দিনে খ্যাতনামা মুসলিম সাহিত্যিক, ইতিহাসবিদ ও বিচারক ইবনে খালকান ইরাকের মুসেল শহরে জন্মগ্রহণ করেন। যুবক বয়সে ইবনে খালকান তার জন্মভূমিতে অধ্যায়ন করেন। বিভিন্ন দেশে তিনি তার সফরের সময় বিখ্যাত ধর্ম বিষয়ক গবেষক ও ইতিহাসবিদদের সান্নিধ্যে যান এবং তাদের কাছ থেকে এসব বিষয়ে জ্ঞানার্জন করেন। ইবনে খালকান দামেস্কে বেশ কিছু কাল বিচারপতির দায়িত্ব পালন করেন। ৬৮১ হিজরীর রজব মাসে ইবনে খালকান অসুস্থ হয়ে মারা যান।

  • তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত (১৭৮৯)
  • ইতালির আলবেনিয়া দখল (১৯৩৯)
  • সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত (১৯৫৩)
  • মরক্কোর স্বাধীনতা লাভ (১৯৫৬)
  • বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন (১৯৭৩)
  • হুয়ান গুগুফেং চীনের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৭৬)
  • মেক্সিকোর চিকোনলে অগ্যৎপাতে ১০ হাজর লোকের প্রাণহানি (১৯৮২)
  • বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে (১৯৯৪)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়ংকর অবস্থায় ফ্রান্সের অর্থনীতি

ইতিহাসের এই দিনে, ৭ এপ্রিল

আপডেট সময় ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ৭ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৭ এপ্রিল, ২০১৮, শনিবার। ২৪শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮৮৯ সালের এ দিনে ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক গ্যাবরিয়েলা মিসট্রল চিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ল্যাটিন আমেরিকার প্রথম কবি যিনি ১৯৪৫ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন। তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন। গ্যাবিরিয়েলা মিসট্রল তার জন্মভূমি চিলিতেই ১৯৫৭ সালে মারা যান ।

১৯৯২ সালের ইতিহাসের এ দিনে জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ এন্নিমেরা শিমেল জন্মগ্রহণ করেন। ইসলাম ও মুসলিম সভ্যতার বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। ইসলাম নিয়ে গবেষণার করে মাত্র ১৯ বছর বয়সে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। এন্নিমেরা শিমেল জার্মান, আমেরিকা এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মীয় ইতিহাস ও ইসলামের আধ্যাত্মিকতা বিষয়ের উপর শিক্ষকতা করেন। ইসলামের প্রতি গভীর আগ্রহী এই গবেষক ইসলামী শিক্ষা ও সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভের জন্যে ইংরেজী ও জার্মানী ভাষা ছাড়াও আরবী, ফার্সী, উর্দু এবং বাংলা ভাষা শেখেন। ইরানের দুজন বিখ্যাত কবি হাফেজ ও রুমী সম্পর্কে তার গভীর আগ্রহ ছিল। তিনি তার দীর্ঘ জীবনে অনেক সম্মানসূচক ডিগ্রী ও পদক পেয়েছেন। প্রখ্যাত এই ইসলাম গবেষক ২০০৩ সালে ইন্তেকাল করেন। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে – ইসলামী ইরফান ও তাসাওফে নারী, হযরত মুহম্মাদ সা:, প্রাচ্যের গজল ও রুমী অন্যতম।

১৯৩৭ সালের এ দিনে ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে। ইতালীর এই সামরিক আগ্রাসনের দুদিন আগে জার্মান ইতালীর জেনারেলদের মধ্যে হামলা চালানোর বিষয়ে আলোচনা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দশ হাজার ইতালীয় সেনা এবং ৪০০ যুদ্ধ বিমান আলবেনীয়া হামলায় অংশ নেয়। পাঁচ দিন যুদ্ধ করার পর আলবেনিয়রা পরাজিত হয় এবং ইতালী আলবেনিয়া দখল করে নেয়।

১৯৪৭ সালের এ দিনে আমেরিকার বিখ্যাত আবিষ্কারক ও গবেষক হেনরী ফোর্ড ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। হেনরী ফোর্ড ১৮৬৩ সালে আমেরিকোর একটি অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি ঘড়ি নির্মান এবং যুবক বয়সে মেকানিকের কাজ করেন। কিন্তু মৃত্যুর সময় তিনি গাড়ী শিল্পের একজন সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন।

২২০ হিজরীর এ দিনে বিখ্যাত জ্যোর্তিবিদ ও গণিত শাস্ত্রবিদ আবু আলী খাইয়ত ইন্তেকাল করেন। সে সময়কার জ্যোর্তিবিজ্ঞানী ও গণিতবিদদের কাছে তার যথেষ্ট মর্যাদা ছিল। তিনি এ দুটি বিষয়ের উপর বেশ কিছু বই লেখেন।

৬০৮ হিজরীর এ দিনে খ্যাতনামা মুসলিম সাহিত্যিক, ইতিহাসবিদ ও বিচারক ইবনে খালকান ইরাকের মুসেল শহরে জন্মগ্রহণ করেন। যুবক বয়সে ইবনে খালকান তার জন্মভূমিতে অধ্যায়ন করেন। বিভিন্ন দেশে তিনি তার সফরের সময় বিখ্যাত ধর্ম বিষয়ক গবেষক ও ইতিহাসবিদদের সান্নিধ্যে যান এবং তাদের কাছ থেকে এসব বিষয়ে জ্ঞানার্জন করেন। ইবনে খালকান দামেস্কে বেশ কিছু কাল বিচারপতির দায়িত্ব পালন করেন। ৬৮১ হিজরীর রজব মাসে ইবনে খালকান অসুস্থ হয়ে মারা যান।

  • তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত (১৭৮৯)
  • ইতালির আলবেনিয়া দখল (১৯৩৯)
  • সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত (১৯৫৩)
  • মরক্কোর স্বাধীনতা লাভ (১৯৫৬)
  • বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন (১৯৭৩)
  • হুয়ান গুগুফেং চীনের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৭৬)
  • মেক্সিকোর চিকোনলে অগ্যৎপাতে ১০ হাজর লোকের প্রাণহানি (১৯৮২)
  • বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে (১৯৯৪)