আকাশ বিনোদন ডেস্ক :
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সালমান খানের। আজ বৃহস্পতিবার ভারতের যোধপুরের একটি আদালত ওই রায় ঘোষণা করেন।
একই মামলায় অভিযুক্ত ছিলেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, টাবু এবং নীলম। তবে সালমান ছাড়া অন্যরা খালাস পেয়েছেন।
দীর্ঘ এই সাজা ভোগ করার সময় কারাগারে কোন বাড়তি সুবিধাই পাবেন না এই বলিউড সুপারস্টার। অন্য বন্দীদের খাবারে যা থাকবে সেগুলোই হবে এই সুপারস্টারের খাদ্য। ব্যবহার করতে হবে একই শৌচাগার।
তবে হ্যাঁ, সালমানের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই মামলাতেই ১৯৯৮ ২০০৬ ও ২০০৭ সালে পৃথকভাবে মোট আঠারো দিন কারাগারে ছিলেন সালমান খান। তখনো তাকে দেয়া হয়নি কোন বাড়তি সুবিধা। তবে সেবার শৌচাগার নোংরা বলে অভিযোগ করেন তিনি।
১৯৯৮ সালে সালমান, সাইফ, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর গিয়েছিলেন।
শুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবর রাতে দুই জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন। ওই সময় বিশনই গোষ্ঠীর মানুষ কাঙ্কানি গ্রাম থেকে সেই হরিণ শিকারের গুলির শব্দ শুনতে পান।
আকাশ নিউজ ডেস্ক 
























