কাল ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের জন্মদিন। তাসকিনের এই জন্মদিনকে ঘিরে স্বয়ং আইসিসির পক্ষ থেকেও তাদের পেইজে জানানো হয় শুভেচ্ছা। কিন্তু সেই পেজেই অপমানিত করেন ইন্ডিয়ার সমর্থকরা।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেই অপমানের তালিকায় আছে বাংলাদেশী সমর্থকরাও। সেই পেজে কিছু বাংলাদেশী সমর্থকরা তাসকিনকে রান মেশিন নামে সম্বোদন করছে। আর কিছু ফ্যানতো তাসকিনকে দেশবিদ্রোহীই বানিয়ে ফেলছেন।
আর তাসকিনকে ইন্টারন্যাশনাল পেজে ট্রল করে অনান্য দেশের চোখে খারাপ করা সেটা কতোটুকু যোক্তিগত তা হয়তো ভুলেই গিয়েছে তাসকিনের হ্যাটাররা। আর তাসকিনকে অপমান করা মানেই বাংলাদেশের ক্রিকেটকে অপমান করা। কেননা তাসকিন বাংলাদেশ দলেরই একজন প্রতিনিধি।
তবে এ ছাড়াও উল্লেখযোগ্য শুভাকাঙ্খিরা তার জন্য দোয়া করেছেন। যাদের মধ্যে ছিলো পাকিস্তানি, আফগানিস্তানি ও ভারতীয়রাও
আকাশ নিউজ ডেস্ক 
























