অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় অবস্থিত মারিওন বিমানবন্দরে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই ঘটনায় দুই জন নিহত হয়েছে। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
এএফপি একটি প্রতিবেদনে জানায়, রানওয়ে থেকে উড্ডয়নের সময় এই দুটি ছোট বিমানের সংঘর্ষ ঘটে। এসময় দক্ষিণপূর্ব দিক থেকে উড়তে থাকা একটি বিমান উত্তরদিক থেকে বিমানবন্দরে নামতে থাকা একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়।
এই ঘটনায় প্রাইভেট জেটটিতে আগুন ধরে এবং এতে পাইলট সহ জেটের যাত্রী নিহত হয়। তবে অন্য বিমানটির কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এসময় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রানওয়েতে এই দুই বিমানটি পড়ে আছে, এবং জরুরী সেবার দুটি গাড়ি এই ঘটনাস্থলে মানুষজনকে উদ্ধার করছে।
আকাশ নিউজ ডেস্ক 




















