অাকাশ জাতীয় ডেস্ক:
প্রশ্নপত্র ফাঁস চক্ররা সন্ত্রাসী। এ ধরনের সন্ত্রাসীদের জঙ্গিদের মতই নিশ্চিহ্ন করা হবে। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, গত তিন দিনে সাত দফায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। এরমধ্যে ৭জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক ব্যক্তি ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি গ্রুপের অ্যাডমিন। এই চক্রটি মুলত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিল। তবে তাদের কারো কাছ থেকে প্রশ্ন পাওয়া যায়নি।
র্যাব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর রয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা কার্যক্রম চলছে। প্রশ্নফাঁস চক্রের সদস্যরাও এক ধরনের সন্ত্রাসী। এই প্রশ্ন সন্ত্রাসীদের অবশ্যই আমরা জঙ্গিদের মত করেই নিশ্চিহ্ন করবো।
র্যাব মহাপরিচালক আরো বলেন, গত বছর এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থী বা অভিভাবকের কাছে প্রশ্নপত্র পাওয়া গেছে। শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে অনেক অভিভাবক ও শিক্ষার্থীদের ছাড় দেয়া হয়েছে। তবে চলতি বছর আর সে সুযোগ দেয়া হবে না। র্যাব কর্মকর্তারা নিজ নিজ এলাকার পরীক্ষাকেন্দ্রগুলো মনিটরিং করছে। কোনো শিক্ষার্থী বা অভিভাবকের কাছে সত্য বা মিথ্যা যে ধরণের প্রশ্নই হোক না কেন, পাওয়া গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০টা থেকে সারাদেশে একাযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ১০ লাখ ৯২ হাজার ৬০৭ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেটও পৌঁছে দেয়া হচ্ছে। এবার সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এবার এক লাখ ২৭ হাজার ৭৭১ পরীক্ষার্থী বেড়েছে। বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ। এবার ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কম। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ৯২ হাজার ৭৩০ এবং মেয়ে ছয় লাখ ১৮ হাজার ৭২৮ জন।
আকাশ নিউজ ডেস্ক 





















