অাকাশ জাতীয় ডেস্ক:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাখালীতে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ বিএনপি নেতার।
মোশাররফ বলেন, ‘আমরা যখন মহাখালীতে লিফলেট বিতরণ শুরু করি, সেই সময় পুলিশ আমাদের বাধা দেয়। ওই সময় আমাদের বেশ কয়েক জন নেতাকর্মীদের আটক করে পুলিশ। আর সেখান থেকে আমি চলে আসার পরে শুনেছি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারকে পুলিশ আটক করেছে।’
এছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুরে আব্দুল আউয়াল মিন্টু, মিরপুর কাজীপাড়ায় এ জেড এম জাহিদ হোসেন, পল্লবীতে জয়নাল আবদীন ফারুক লিফলেট বিতরণ করেন।
গত মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















