ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

পরিবেশবান্ধব বিমানের গবেষণায় বাংলাদেশের দেবযানী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিবেশ দূষণে বিশাল ভূমিকা রয়েছে বিমানের। অন্যান্য সাধারণ যানের মত বিমানও পরিবেশ দূষণ করে। তাই দূষণমুক্ত বিমান বানানোর জন্য জার্মানিতে কাজ করছে একদল গবেষক। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের দেবযানী ঘোষ।

সাধারণ কোনো বিমান নয়, জ্বালানি ছাড়াই যেন বিমান উড়তে পারে এ নিয়েই চলছে তাদের গবেষণা। ইলেকট্রিক এই বিমান তৈরিতে বিশ্বের খ্যাতিমান গবেষকদের সাথেই কাজ করেছেন জার্মানির উল্ম বিশ্ববিদ্যালয়ের গবেষক দেবযানী।

হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি সিস্টেম থেকে পাওয়া শক্তিতে চলবে হাইফোর বা এইচওয়াইফোর নামে পরিচিত বিমানটি৷ এভাবে উৎপাদিত জ্বালানি পরিবেশের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ বিমানটি চলার সময় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ একেবারেই হবে না৷

এমন বিমান পৃথিবীতে এটাই প্রথম৷ জার্মানির মহাকাশ গবেষণা কেন্দ্র ডিএলআর-এর পৃষ্ঠপোষকতায় হাইফোর বিমান তৈরির প্রকল্পে সম্পৃক্ত রয়েছে উল্ম বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান৷ উল্ম বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ইয়োসেফ ক্যালো৷ তার অধীনে কাজ করছেন দেবযানীর মতো বেশ কয়েকজন তরুণ গবেষক৷ ইতোমধ্যে সাড়া জাগিয়েছে তাদের গবেষণা৷

ইতোমধ্যে সফলভাবে পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করেছে চার সিটের হাইফোর বিমান৷ চলছে আরো বড় বিমান তৈরির কাজ৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মনে করে, বর্তমানের যে পাঁচটি উদ্ভাবন ভবিষ্যতে বিশ্বকে রক্ষা করবে, তার একটি এই বিমান৷ গবেষকদেরও আশা, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে পরিবেশবান্ধব এই বিমান ব্যবহার সম্ভব হবে৷ সূত্র: ডয়চে ভেলে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

পরিবেশবান্ধব বিমানের গবেষণায় বাংলাদেশের দেবযানী

আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিবেশ দূষণে বিশাল ভূমিকা রয়েছে বিমানের। অন্যান্য সাধারণ যানের মত বিমানও পরিবেশ দূষণ করে। তাই দূষণমুক্ত বিমান বানানোর জন্য জার্মানিতে কাজ করছে একদল গবেষক। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের দেবযানী ঘোষ।

সাধারণ কোনো বিমান নয়, জ্বালানি ছাড়াই যেন বিমান উড়তে পারে এ নিয়েই চলছে তাদের গবেষণা। ইলেকট্রিক এই বিমান তৈরিতে বিশ্বের খ্যাতিমান গবেষকদের সাথেই কাজ করেছেন জার্মানির উল্ম বিশ্ববিদ্যালয়ের গবেষক দেবযানী।

হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি সিস্টেম থেকে পাওয়া শক্তিতে চলবে হাইফোর বা এইচওয়াইফোর নামে পরিচিত বিমানটি৷ এভাবে উৎপাদিত জ্বালানি পরিবেশের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ বিমানটি চলার সময় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ একেবারেই হবে না৷

এমন বিমান পৃথিবীতে এটাই প্রথম৷ জার্মানির মহাকাশ গবেষণা কেন্দ্র ডিএলআর-এর পৃষ্ঠপোষকতায় হাইফোর বিমান তৈরির প্রকল্পে সম্পৃক্ত রয়েছে উল্ম বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান৷ উল্ম বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ইয়োসেফ ক্যালো৷ তার অধীনে কাজ করছেন দেবযানীর মতো বেশ কয়েকজন তরুণ গবেষক৷ ইতোমধ্যে সাড়া জাগিয়েছে তাদের গবেষণা৷

ইতোমধ্যে সফলভাবে পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করেছে চার সিটের হাইফোর বিমান৷ চলছে আরো বড় বিমান তৈরির কাজ৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মনে করে, বর্তমানের যে পাঁচটি উদ্ভাবন ভবিষ্যতে বিশ্বকে রক্ষা করবে, তার একটি এই বিমান৷ গবেষকদেরও আশা, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে পরিবেশবান্ধব এই বিমান ব্যবহার সম্ভব হবে৷ সূত্র: ডয়চে ভেলে