অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বন্ধুর জন্মদিনের পার্টিতে এসে ভারতের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বেলাঘাটার বাসিন্দা এক তরুণী ঘটনার দিন অ্যাপ ক্যাবে যাদবপুরের গান্ধী কলোনিতে বন্ধুর বাড়িতে বেড়াতে যান। গভীর রাত পর্যন্ত পার্টি চলে। পার্টিতে চলে মদ্যপান। কিন্তু সেখানেই যে তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, তা বুঝতে পারেননি তিনি।
ঘটনার সূত্রপাত রোববার রাতে। সবাই যখন নেশাগ্রস্ত হয়ে পড়েন, তখন ভোররাতে পার্টিতে আসা বিশ্বজিৎ দেবনাথ নামে এক যুবক তাকে ধর্ষণ করেন। তিনি বাধা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
সোমবার সকালে বাড়ি ফিরে আসেন তরুণী। মঙ্গলবার প্রথমে তিনি যান বেলাঘাটা থানায়। এর পর সেখান থেকে যাদবপুর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন।
এর পরই অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথকেও গ্রেফতার করে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 






















