আকাশ স্পোর্টস ডেস্ক:
রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে স্ত্রীকে নিয়ে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির বাসায় কিছু সময় কাটান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি আপ করে সাকিব লিখেন, ‘গত রাতে রাষ্ট্রপতির আতিথেয়তায় আমি মুগ্ধ এবং সম্মানিত। ওনার সঙ্গে মিটিং শেষে ডিনারে অংশ নেয়াটা ছিল রোমাঞ্চকর। তিনি একজন মাটির মানুষ। আমি ওনার আপ্যায়নে সম্মানিত।’
এর আগেও স্ত্রী এবং মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন জাতীয় দলের এ অধিনায়ক।
আকাশ নিউজ ডেস্ক 
























