অাকাশ জাতীয় ডেস্ক:
১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাক বাহিনী কর্তৃক বাঙালি গণহত্যার বিভিন্ন আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘চেতনা অবিনাশী’ শুরু হয়েছে। আজ দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ৬ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সাঈদ, বিশিষ্ঠ প্রাবন্ধিক বজলুল করিম বাহার, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, সংস্কৃতজন তৌফিক হাসান ময়না, খলিলুর রহমান চৌধুরী, আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।
প্রদশর্নীতে ৫০টি গণহত্যার আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ২৬ মার্চ এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং পাক বাহিনীর নৃশংসতা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করেছে জেলা প্রশাসন। উদ্বোধনকালে বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রদর্শনী পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক তাদেরকে ৭১এর গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের দিনগুলো সম্পর্কে বর্ণনা দেন। পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকারদের নির্যাতন নিপিড়ন সম্পর্কেও অবগত করেন শিক্ষার্থীদেরকে।
আকাশ নিউজ ডেস্ক 

























