অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিতর্ক যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রেমন্ড ম্যাকমাস্টারকে বরখাস্ত করার পর এবার নিজ থেকেই পদত্যাগ করেছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের প্রধান জন ডাউড।
মার্কিন প্রেসিডেন্ট তার মতামত ‘অবজ্ঞা’ করতেন এই অভিযোগে পদত্যাগ করেছেন ডাউড।
ডাউন এমন এক সময়ে পদত্যাগ করলেও যখন মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে তদন্ত চলছে সেখানে ট্রাম্পের পক্ষের আইনজীবী ছিলেন তিনি। এ বিষয়ে রবার্ট মুলারের নেতৃত্বে যে তদন্ত চলছে সেখানে ট্রাম্পের হয়ে অনেকটা একাই লড়ছিলেন ডাউড।
গতকাল এক বিবৃতিতে জন ডাউড বলেন, ব্যক্তিগতভাবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ করেন এবং তার কাজে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে তিনি বিভিন্ন সময় তার পরামর্শ অবজ্ঞা করতেন বলে দাবি করেন ডাউড।
রবার্ট মুলারের তদন্তের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার একদিন পরই পদত্যাগ করলেন ডাউন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়েই ডাউড পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















