অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির নতুন মন্ত্রীপরষিদ ইসলামাবাদে শপথ গ্রহণ করেছে। ৪৬ জন সদস্যকে নিয়ে নতুন এ মন্ত্রীপরিষদ গঠন করা হয়। এ তথ্য রাষ্ট্রীয় টিভি চ্যানেল পিটিভি’র খবরে জানানো হয়েছে।
খবরে বলা হয়, ৪৬ জন সদস্যের এ মন্ত্রীপরিষদের মধ্যে ৪৩ জন সদস্য শপথ গ্রহন করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন শপথ বাক্য পাঠ করান।খবরে আরো বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন পরিচালিত শুক্রবারের এ শপথ অনুষ্ঠানে ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























