ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া শিশু পার্কের নাম পরিবর্তে শিশু পার্ক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগে অবস্থিত জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করে ‘শিশু পার্ক’ করা হয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোজাম্মেল হক বলেন, এখন থেকে শহীদ জিয়া শিশু পার্কটির নতুন নাম হবে ‘শিশু পার্ক। আগামী ৭ দিনের মধ্যে পার্কের বর্তমান নামফলক তুলে নতুন নামফলক বসানো হবে।

এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।’

নতুন কী নাম দেয়া হয়েছে-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নতুন করে কোনো নাম রাখা হয়নি, এখন শুধু শিশু পার্ক।’

মন্ত্রী আরও বলেন, ‘এই জায়গায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্মৃতি জড়িত রয়েছে। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছে। এই জায়গাটিকে বিতর্কিত করার জন্যই এখানে শিশুপার্ক করা হয়েছিল। কেননা পাকিস্তানি বাহিনী কখনই তাদের পরাজয় মেনে নিতে পারেনি।’

ঢাকার শাহবাগে ১৯৭৯ সালে শিশু পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। কয়েক দফা নাম বদলের পর ২০০৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় এর নাম হয় শহীদ জিয়া শিশু পার্ক।

চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যেসব স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছিল ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার অনেক স্থাপনা আগের নামে ফিরিয়ে আনে। এর মধ্যে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। এছাড়া জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে করা হয় চন্দ্রিমা উদ্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু পার্কের নাম পরিবর্তে শিশু পার্ক

আপডেট সময় ০১:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগে অবস্থিত জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করে ‘শিশু পার্ক’ করা হয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোজাম্মেল হক বলেন, এখন থেকে শহীদ জিয়া শিশু পার্কটির নতুন নাম হবে ‘শিশু পার্ক। আগামী ৭ দিনের মধ্যে পার্কের বর্তমান নামফলক তুলে নতুন নামফলক বসানো হবে।

এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।’

নতুন কী নাম দেয়া হয়েছে-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নতুন করে কোনো নাম রাখা হয়নি, এখন শুধু শিশু পার্ক।’

মন্ত্রী আরও বলেন, ‘এই জায়গায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্মৃতি জড়িত রয়েছে। এখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছে। এই জায়গাটিকে বিতর্কিত করার জন্যই এখানে শিশুপার্ক করা হয়েছিল। কেননা পাকিস্তানি বাহিনী কখনই তাদের পরাজয় মেনে নিতে পারেনি।’

ঢাকার শাহবাগে ১৯৭৯ সালে শিশু পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। কয়েক দফা নাম বদলের পর ২০০৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় এর নাম হয় শহীদ জিয়া শিশু পার্ক।

চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যেসব স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছিল ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার অনেক স্থাপনা আগের নামে ফিরিয়ে আনে। এর মধ্যে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। এছাড়া জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে করা হয় চন্দ্রিমা উদ্যান।