ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির একের জবাবে রোনাল্ডোর চার

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিনের শুরুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে মেসি নিজে করেছিলেন এক গোল, করিয়েছিলেন অন্যটি। রাতের শেষ ম্যাচে তার জবাবটা ভালোই দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের জবাবে চার! রোববার বার্নাব্যুতে লা লিগার গোলপ্রসবা ম্যাচে নবাগত জিরোনাকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের ছয় গোলের চারটিই করেছেন রোনাল্ডো।

এছাড়া লুকাস ভাসকেজের গোলটি তারই বানিয়ে দেয়া। শুধু গ্যারেথ বেলের গোলেই সরাসরি অবদান ছিল না রোনাল্ডোর। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন জাদুকরী পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। হ্যাটট্রিক বা চার গোলও নতুন কিছু নয়। বছরের শুরু থেকেই রোনাল্ডো আছেন আগুনে ফর্মে। গোল করে যাচ্ছেন মুড়ি-মুড়কির মতো।

২০১৮ সালে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ২১ গোল। মৌসুমের শুরুতে যখন সময়টা ভালো যাচ্ছিল না, তখনও রোনাল্ডোর আত্মবিশ্বাস ছিল অটুট। মেসিকে টপকে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতা নিয়ে বাজি ধরেছিলেন সতীর্থদের সঙ্গে।

মেসির ১২ গোলের বিপরীতে রোনাল্ডোর গোল তখন মাত্র একটি। বাজিতে এখনও জেতেননি, তবে দুঃসময় পেছনে ফেলে পিচিচি ট্রফির লড়াই দারুণ জমিয়ে তুলেছেন পর্তুগিজ যুবরাজ। সাম্প্রতিক ঝড়ে মেসির (২৫) সঙ্গে গোল ব্যবধান মাত্র তিনে নামিয়ে এনেছেন রোনাল্ডো (২২)। বাজি ধরার পর লা লিগায় মেসির ১৩ গোলের বিপরীতে রোনাল্ডো করেছেন ২১ গোল। রোনাল্ডোর হাতেই এবার পিচিচি

ট্রফিটা দেখতে চান রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘আশ করি মেসিকে ধরে ফেলতে পারবে ক্রিশ্চিয়ানো। এটা তার ও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ ক্রিশ্চিয়ানো ভালো খেললে রিয়ালও ভালো খেলে।’

মেসির পিচিচি ট্রফি না পেলেও সমস্যা নেই, তার জন্য অপেক্ষা করছে আরও বড় ট্রফি। রোববার ভিয়ারিয়ালের কাছে অ্যাটলেটিকো মাদ্রিদের ২-১ গোলের হারে লিগ শিরোপা বার্সেলোনার দৃষ্টিসীমার চলে এসেছে। ২৯ ম্যাচ শেষ অ্যাটলেটিকোর (৬৪) চেয়ে ১১ ও রিয়ালের (৬০) চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা। শিরোপা নিশ্চিত করতে বাকি নয় ম্যাচে আর ১৬ পয়েন্ট পেলেই চলবে মেসিদের।

রোনাল্ডো জেল এড়াতে মরিয়া

স্প্যানিশ আয়কর বিভাগ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে চলা মামলা আগামী কয়েকদিনেই শেষ হতে পারে। কারণ মামলা নিষ্পত্তির জন্য যেকোনো শর্ত মানতে রাজি হয়েছেন রোনাল্ডো। এজন্য ‘কোষাগার খুলে’

দিতেও প্রস্তুত সিআর সেভেন। স্পেনের গণমাধ্যম জানায়, যেকোনো ফৌজদারি মামলা এড়াতে দেশটির কর বিভাগকে মামলা নিষ্পত্তির জন্য প্রস্তাব দিয়েছেন রোনাল্ডো। যেখানে আর্থিক ক্ষতিপূরণের কথা রয়েছে।

স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’ জানাচ্ছে, ‘স্পেনের কর বিভাগ যে পরিমাণ অর্থ ন্যায্য মনে করে রোনাল্ডো সেটাই দিতে প্রস্তুত। তবে তিনি এটা নিশ্চিত হতে চান যে, ভবিষ্যতে তাকে কখনও জেলে যেতে হবে না।’ রোনাল্ডোকে ১৪.৭ মিলিয়ন ইউরো জালিয়াতির জন্য দায়ী করেছে স্পেনের আয়কর বিভাগ। তাদের আরও দাবি, অন্তত চারটি পৃথক ঘটনার জন্য বর্তমানে রোনাল্ডোকে কারাগারে আটক রাখা উচিত।

এদিকে জিরোনার বিপক্ষে বিশাল জয়ে চার গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদে তার সতীর্থরা। সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার রাতে জিরোনাকে ৬-৩ গোলে হারায় জিনেদিন জিদানের দল। লুকাস ভাসকেজ ও গ্যারেথ বেলের দুই গোল ছাড়া রিয়ালের বাকি গোলগুলো রোনাল্ডোর।

এর মধ্যদিয়ে ক্যারিয়ারে ৫০তম হ্যাটট্রিক তুলে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। চলতি লা লিগায় এ নিয়ে রোনাল্ডোর গোল হল ২২টি। তিন গোল বেশি নিয়ে এই তালিকায় শীর্ষে বার্সেলোনার লিওনেল মেসি। অথচ নতুন বছর শুরু হওয়ার আগে লিগে রোনাল্ডোর গোল ছিল মাত্র চারটি। সব ধরনের প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে তার গোল ২১টি।

জিরোনোর বিপক্ষে জয়ের পর রোনাল্ডোর প্রশংসায় ভাসকেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানো যত ভালো খেলবে রিয়াল মাদ্রিদ তত ভালো হবে। সে অসাধারণ একপর্যায়ে খেলে যাচ্ছে। প্রতিদিনই এটা দেখা যায়। এমন ফর্ম ধরে রাখতে পারলে সে (পিচিচি ট্রফির দৌড়ে) মেসির কাছে চলে যাবে।’

রোনাল্ডোর প্রশংসা করে তার আরেক সতীর্থ নাচো ফার্নান্দেস বলেন, ‘রোনাল্ডো অবিশ্বাস্য। এ মৌসুমে সে আরও একবার প্রমাণ করছে যে, সে বিশ্বসেরা।’ রিয়াল মিডফিল্ডার মাতেও কোভাসিচ বলেন, ‘রোনাল্ডোর খেলায় আমরা বিস্মিত নই। প্রতিদিনই সে গোল করে।’ এএফপি/ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির একের জবাবে রোনাল্ডোর চার

আপডেট সময় ০৫:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিনের শুরুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে মেসি নিজে করেছিলেন এক গোল, করিয়েছিলেন অন্যটি। রাতের শেষ ম্যাচে তার জবাবটা ভালোই দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের জবাবে চার! রোববার বার্নাব্যুতে লা লিগার গোলপ্রসবা ম্যাচে নবাগত জিরোনাকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের ছয় গোলের চারটিই করেছেন রোনাল্ডো।

এছাড়া লুকাস ভাসকেজের গোলটি তারই বানিয়ে দেয়া। শুধু গ্যারেথ বেলের গোলেই সরাসরি অবদান ছিল না রোনাল্ডোর। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন জাদুকরী পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। হ্যাটট্রিক বা চার গোলও নতুন কিছু নয়। বছরের শুরু থেকেই রোনাল্ডো আছেন আগুনে ফর্মে। গোল করে যাচ্ছেন মুড়ি-মুড়কির মতো।

২০১৮ সালে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ২১ গোল। মৌসুমের শুরুতে যখন সময়টা ভালো যাচ্ছিল না, তখনও রোনাল্ডোর আত্মবিশ্বাস ছিল অটুট। মেসিকে টপকে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতা নিয়ে বাজি ধরেছিলেন সতীর্থদের সঙ্গে।

মেসির ১২ গোলের বিপরীতে রোনাল্ডোর গোল তখন মাত্র একটি। বাজিতে এখনও জেতেননি, তবে দুঃসময় পেছনে ফেলে পিচিচি ট্রফির লড়াই দারুণ জমিয়ে তুলেছেন পর্তুগিজ যুবরাজ। সাম্প্রতিক ঝড়ে মেসির (২৫) সঙ্গে গোল ব্যবধান মাত্র তিনে নামিয়ে এনেছেন রোনাল্ডো (২২)। বাজি ধরার পর লা লিগায় মেসির ১৩ গোলের বিপরীতে রোনাল্ডো করেছেন ২১ গোল। রোনাল্ডোর হাতেই এবার পিচিচি

ট্রফিটা দেখতে চান রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘আশ করি মেসিকে ধরে ফেলতে পারবে ক্রিশ্চিয়ানো। এটা তার ও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ ক্রিশ্চিয়ানো ভালো খেললে রিয়ালও ভালো খেলে।’

মেসির পিচিচি ট্রফি না পেলেও সমস্যা নেই, তার জন্য অপেক্ষা করছে আরও বড় ট্রফি। রোববার ভিয়ারিয়ালের কাছে অ্যাটলেটিকো মাদ্রিদের ২-১ গোলের হারে লিগ শিরোপা বার্সেলোনার দৃষ্টিসীমার চলে এসেছে। ২৯ ম্যাচ শেষ অ্যাটলেটিকোর (৬৪) চেয়ে ১১ ও রিয়ালের (৬০) চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা। শিরোপা নিশ্চিত করতে বাকি নয় ম্যাচে আর ১৬ পয়েন্ট পেলেই চলবে মেসিদের।

রোনাল্ডো জেল এড়াতে মরিয়া

স্প্যানিশ আয়কর বিভাগ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে চলা মামলা আগামী কয়েকদিনেই শেষ হতে পারে। কারণ মামলা নিষ্পত্তির জন্য যেকোনো শর্ত মানতে রাজি হয়েছেন রোনাল্ডো। এজন্য ‘কোষাগার খুলে’

দিতেও প্রস্তুত সিআর সেভেন। স্পেনের গণমাধ্যম জানায়, যেকোনো ফৌজদারি মামলা এড়াতে দেশটির কর বিভাগকে মামলা নিষ্পত্তির জন্য প্রস্তাব দিয়েছেন রোনাল্ডো। যেখানে আর্থিক ক্ষতিপূরণের কথা রয়েছে।

স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’ জানাচ্ছে, ‘স্পেনের কর বিভাগ যে পরিমাণ অর্থ ন্যায্য মনে করে রোনাল্ডো সেটাই দিতে প্রস্তুত। তবে তিনি এটা নিশ্চিত হতে চান যে, ভবিষ্যতে তাকে কখনও জেলে যেতে হবে না।’ রোনাল্ডোকে ১৪.৭ মিলিয়ন ইউরো জালিয়াতির জন্য দায়ী করেছে স্পেনের আয়কর বিভাগ। তাদের আরও দাবি, অন্তত চারটি পৃথক ঘটনার জন্য বর্তমানে রোনাল্ডোকে কারাগারে আটক রাখা উচিত।

এদিকে জিরোনার বিপক্ষে বিশাল জয়ে চার গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদে তার সতীর্থরা। সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার রাতে জিরোনাকে ৬-৩ গোলে হারায় জিনেদিন জিদানের দল। লুকাস ভাসকেজ ও গ্যারেথ বেলের দুই গোল ছাড়া রিয়ালের বাকি গোলগুলো রোনাল্ডোর।

এর মধ্যদিয়ে ক্যারিয়ারে ৫০তম হ্যাটট্রিক তুলে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। চলতি লা লিগায় এ নিয়ে রোনাল্ডোর গোল হল ২২টি। তিন গোল বেশি নিয়ে এই তালিকায় শীর্ষে বার্সেলোনার লিওনেল মেসি। অথচ নতুন বছর শুরু হওয়ার আগে লিগে রোনাল্ডোর গোল ছিল মাত্র চারটি। সব ধরনের প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে তার গোল ২১টি।

জিরোনোর বিপক্ষে জয়ের পর রোনাল্ডোর প্রশংসায় ভাসকেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানো যত ভালো খেলবে রিয়াল মাদ্রিদ তত ভালো হবে। সে অসাধারণ একপর্যায়ে খেলে যাচ্ছে। প্রতিদিনই এটা দেখা যায়। এমন ফর্ম ধরে রাখতে পারলে সে (পিচিচি ট্রফির দৌড়ে) মেসির কাছে চলে যাবে।’

রোনাল্ডোর প্রশংসা করে তার আরেক সতীর্থ নাচো ফার্নান্দেস বলেন, ‘রোনাল্ডো অবিশ্বাস্য। এ মৌসুমে সে আরও একবার প্রমাণ করছে যে, সে বিশ্বসেরা।’ রিয়াল মিডফিল্ডার মাতেও কোভাসিচ বলেন, ‘রোনাল্ডোর খেলায় আমরা বিস্মিত নই। প্রতিদিনই সে গোল করে।’ এএফপি/ওয়েবসাইট।