আকাশ বিনোদন ডেস্ক:
দুই বন্ধুর মফস্বলে বেড়ে ওঠা। সম্পর্ক তৈরি। সেই সম্পর্কের মাঝে টানাপোড়েন। দশ বছরের দূরত্ব তারপর আবার হঠাৎ একদিন মিলিত হওয়ার কাহিনী নিয়ে নাটকের গল্প ডালপালা গজিয়েছে। অনেকটা আয়নার প্রতিবিম্বের মতো দর্শক নিজেকে দেখতে পায়। এরই ধারাবাহিকতায় পারভেজ আমিন সম্প্রতি নির্মাণ করেছেন নাটক ‘রোড নম্বর থার্টিন’।
নাটকটি সম্পর্কে পারভেজ আমিন বলেন, আমাদের শৈশবে কিছু সম্পর্ক তৈরী হয়। তারপর জীবনের একটি পর্যায়ে গিয়ে সেই সম্পর্কের মাঝে টান পড়ে। অনেক দূরে চলে যায় সম্পর্কে থাকা দু’জন মানুষ। তারা হয়তো কখনো ভাবে না আবার তাদের কোনওদিন দেখা হবে। অথচ দেখা হয়ে যায়। এমনই এক সম্পর্কের গল্প আমি নাটকটিতে বলতে চেয়েছি। এমন ঘটনা তো আমাদের জীবনে হরহামেশাই ঘটে থাকে। আমি চেষ্টা করেছি ভালোকিছু নির্মাণের। এখন বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।
‘রোড নম্বর থার্টিন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মনোজ কুমার, নাদিয়া নদীসহ আরো অনেকে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আকাশ নিউজ ডেস্ক 
























