ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাজ্জাদ-তিশার রোমান্টিক প্রেমের নাটক ‘কল্পকথা’

আকাশ বিনোদন ডেস্ক:

জ‌হির ক‌রিমের রচনা ও চিত্রনাট্যে আগামীকাল শুক্রবার রাত ৯টায় এন‌টি‌ভি‌তে প্রচারিত হবে নাটক ‘কল্পকথা’। রোমান্টিক প্রেমের নাটকটি নির্মাণ করেছেন ফুয়াদ লিটন। ঘাসফুল প্রোডাকশন হাউজ এর ব্যানারে নির্মিত হওয়া এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তান‌জিন তিশা, সাখাওয়াত সাগর, রেশ‌মি, তালহা প্রমুখ।

নাটকটিতে দেখা যাবে, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কল্প (সাজ্জাদ) কিছুটা ডিপ্রেশনে আক্রান্ত। একা থাকতে পছন্দ করে। কোন বন্ধু-বান্ধব নেই। এমনকি মোবাইল ফোনও ব্যবহার করে না। একদিন কথা (তিশা) নামের একটি মেয়ের সাথ তার দেখা হয়, তারপর পরিচয়, তারপর ভালোবাসাবাসি।

ওরা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। বিয়ের আয়োজন হলো কিন্তু কথা এলো না। অস্থির হয়ে যায় সবাই। কল্প সারা শহর খুঁজতে থাকে কথাকে। যেখানে বসে ওরা কফি খেতো, যেসব জায়গায় ওরা ঘুরে বেড়াতো সব জায়গাতেই কল্প কথাকে খুঁজেছে। কিন্তু কোথাও নেই কথা…।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

সাজ্জাদ-তিশার রোমান্টিক প্রেমের নাটক ‘কল্পকথা’

আপডেট সময় ০১:৩৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

জ‌হির ক‌রিমের রচনা ও চিত্রনাট্যে আগামীকাল শুক্রবার রাত ৯টায় এন‌টি‌ভি‌তে প্রচারিত হবে নাটক ‘কল্পকথা’। রোমান্টিক প্রেমের নাটকটি নির্মাণ করেছেন ফুয়াদ লিটন। ঘাসফুল প্রোডাকশন হাউজ এর ব্যানারে নির্মিত হওয়া এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তান‌জিন তিশা, সাখাওয়াত সাগর, রেশ‌মি, তালহা প্রমুখ।

নাটকটিতে দেখা যাবে, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কল্প (সাজ্জাদ) কিছুটা ডিপ্রেশনে আক্রান্ত। একা থাকতে পছন্দ করে। কোন বন্ধু-বান্ধব নেই। এমনকি মোবাইল ফোনও ব্যবহার করে না। একদিন কথা (তিশা) নামের একটি মেয়ের সাথ তার দেখা হয়, তারপর পরিচয়, তারপর ভালোবাসাবাসি।

ওরা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। বিয়ের আয়োজন হলো কিন্তু কথা এলো না। অস্থির হয়ে যায় সবাই। কল্প সারা শহর খুঁজতে থাকে কথাকে। যেখানে বসে ওরা কফি খেতো, যেসব জায়গায় ওরা ঘুরে বেড়াতো সব জায়গাতেই কল্প কথাকে খুঁজেছে। কিন্তু কোথাও নেই কথা…।