অাকাশ জাতীয় ডেস্ক:
প্রশাসনে সচিব পদে রদবদল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা-১ এর উপসচিব আনিসুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে একই পদে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে একই পদে তথ্য মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে একই পদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুল আমিনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ারকে (অতিরিক্ত সচিব) পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















