আকাশ স্পোর্টস ডেস্ক:
১৯৯৬-র ১৩ মার্চ। কলকাতার ইডেনে বিশ্বকাপের ঐতিহাসিক সেমিফাইনাল। অরবিন্দ ডি সিলভার ৪৭ বলে ৬৬ রানে ২৫১/৮ করে শ্রীলংকা। এটা একটা ভালো দিক।
খারাপ দিক হল, ভারতীয় সমর্থকদের বিক্ষুব্ধ আচরণে ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
২৫২ তাড়া করতে নামা ভারত ১২০ রানে আট উইকেট হারানোর পর দর্শকরা গ্যালারিতে আগুন ধরিয়ে দেয় এবং মাঠে শ্রীলংকার ফিল্ডারদের ওপর ফল ও পানির বোতল ছুড়তে থাকে। জয়ী ঘোষণা করা হয় শ্রীলংকাকে।
প্রথমবারের মতো তারা ফাইনালে ওঠে এবং বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















