অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রেম করায় ১৩ বছরের কিশোরী কন্যাকে গলা কেটে খুন করেছেন বাবা। এ ঘটনা ঘটেছে ভারতের নয়াদিল্লির কারওয়াল নগরে। দুই দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। এ ঘটনায় তার বাবা সুদেশ গিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের যৌথ দল তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ ও মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে কিশোরীর বাবাকেই খুনি হিসেবে শনাক্ত করে। বাবাও খুনের কথা স্বীকার করেন বলে খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।
সংশ্লিষ্ট এলাকার শীর্ষ এক পুলিশ কর্মকর্তা জানান, গত ৭ মার্চ কিছু জিনিস কেনার জন্য দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই কিশোরী। তারপর সে আর বাড়ি না ফিরলে থানায় ডায়েরি করেন তার বাবা।
এর দুই দিন পর নয়াদিল্লির শহরতলির ট্রোনিকা সিটি এলাকা থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ শনাক্ত করে তার পরিবার।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে যে, কিশোরীকে তার বাবার মতোই দেখতে এক ব্যক্তি মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। পরে জেরায় তার বাবা মেয়েকে খুনের কথা স্বীকার করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























