ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

পাপনের কথার যেভাবে জবাব দিলেন ‘বুদ্ধিমান’ মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ২১৪ রানে তাড়া করে জিতেছে বাংলাদেশ। তাতে বিরাট অবদান মুশফিকের। ৩৫ বলে করেছেন অপরাজিত ৭২। তাতে ছক্কা ৫টি। ম্যাচের পরের দিন সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুশফিক যে এভাবে ছক্কা মারতে পারে সেটা নাকি তার জানা ছিল না! বলেছিলেন, ছক্কা মারতে গিয়ে মুশফিক নাকি আউট হয়ে যান! বোর্ড প্রধানের এমন বক্তব্য নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে।

আজ কলম্বো সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গত ম্যাচের মহানায়ক। বিসিবি প্রেসিডেন্টের ওই মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় মুশির। পাপনের অপরিপক্ক বক্তব্য যেন হেসেই উড়িয়ে দিলেন মুশফিক।

মুশফিকের এই হাসির মধ্যে অস্পষ্ট একটা কষ্টও মিশ্রিত ছিল হয়তো। কিন্তু কী আর করা? স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট যখন এমন হালকা কথা বলে ফেলেন, তখন তো আর কিছুই করার থাকে না! জবাব দিতে কৌশলি না হয়ে উপায় আছে?

মুশফিক জবাবটা দিয়েছেন বুদ্ধিমানের মতোই। মাথা ঠাণ্ডা রেখে, ভেবে চিন্তে। বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল বলেই তো পেরেছি। নিজের ওপর থাকতে হয়। তা না থাকলে কেউ ভালো করতে পারবে না। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। যেকোনো ব্যাটসম্যান এ রকম একটা ইনিংস খেলবে, এটাই স্বাভাবিক ছিল। সেটা আমি পেরেছি বলে খুশি। আমি তো মনে করি, এর চেয়ে ভালো ইনিংস খেলার সামর্থ্য আছে আমার।’

মুশফিক এটা বলতেই পারেন। ছক্কা যে তিনি বেশ ভালো মারতে পারেন তা তো তার পরিসংখ্যানেই বলে দিচ্ছে। ঘরোয়া ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বাধিক ছক্কার মালিক। শুধু ঘরোয়া ক্রিকটে নয়, মুশফিক জাতীয় দলের যারা বেশি ছক্কা মেরেছেন তাদেরও অন্যতম। ছক্কা মেরে এর আগেও তো বাংলাদেশ দলকে জিতিয়েছেন মুশি। ২০১১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল মুশফিকের ছ্ক্কার কারণেই। ২০১২ সালে ঢাকাতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ দিকে ৭ বলের ব্যবধানে তিনটি ছ্ক্কা হাঁকিয়েছিলেন মুশফিক।

পাপনের অপরিপক্ক কথার জবাব দিতে গিয়ে মুশফিক আরো বলেন, ‘এই ইনিংসের পর হয়তো তিনি নিশ্চয়ই ভাববেন যে, আমি পারি। আলহামদুলিল্লাহ। হয়তো তিনি অন্যরকমভাবে আমার খেলা দেখেছেন। গত ২-৩ মাস আমরা যেভাবে কঠোর পরিশ্রম করেছি, তার ফল পেলে একটা ভালো লাগা থাকেই। হয়তো তিনি অনুশীলন দেখেননি। ম্যাচে সেটা কাজে লেগেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপনের কথার যেভাবে জবাব দিলেন ‘বুদ্ধিমান’ মুশফিক

আপডেট সময় ০৯:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ২১৪ রানে তাড়া করে জিতেছে বাংলাদেশ। তাতে বিরাট অবদান মুশফিকের। ৩৫ বলে করেছেন অপরাজিত ৭২। তাতে ছক্কা ৫টি। ম্যাচের পরের দিন সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুশফিক যে এভাবে ছক্কা মারতে পারে সেটা নাকি তার জানা ছিল না! বলেছিলেন, ছক্কা মারতে গিয়ে মুশফিক নাকি আউট হয়ে যান! বোর্ড প্রধানের এমন বক্তব্য নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে।

আজ কলম্বো সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গত ম্যাচের মহানায়ক। বিসিবি প্রেসিডেন্টের ওই মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় মুশির। পাপনের অপরিপক্ক বক্তব্য যেন হেসেই উড়িয়ে দিলেন মুশফিক।

মুশফিকের এই হাসির মধ্যে অস্পষ্ট একটা কষ্টও মিশ্রিত ছিল হয়তো। কিন্তু কী আর করা? স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট যখন এমন হালকা কথা বলে ফেলেন, তখন তো আর কিছুই করার থাকে না! জবাব দিতে কৌশলি না হয়ে উপায় আছে?

মুশফিক জবাবটা দিয়েছেন বুদ্ধিমানের মতোই। মাথা ঠাণ্ডা রেখে, ভেবে চিন্তে। বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল বলেই তো পেরেছি। নিজের ওপর থাকতে হয়। তা না থাকলে কেউ ভালো করতে পারবে না। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। যেকোনো ব্যাটসম্যান এ রকম একটা ইনিংস খেলবে, এটাই স্বাভাবিক ছিল। সেটা আমি পেরেছি বলে খুশি। আমি তো মনে করি, এর চেয়ে ভালো ইনিংস খেলার সামর্থ্য আছে আমার।’

মুশফিক এটা বলতেই পারেন। ছক্কা যে তিনি বেশ ভালো মারতে পারেন তা তো তার পরিসংখ্যানেই বলে দিচ্ছে। ঘরোয়া ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বাধিক ছক্কার মালিক। শুধু ঘরোয়া ক্রিকটে নয়, মুশফিক জাতীয় দলের যারা বেশি ছক্কা মেরেছেন তাদেরও অন্যতম। ছক্কা মেরে এর আগেও তো বাংলাদেশ দলকে জিতিয়েছেন মুশি। ২০১১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল মুশফিকের ছ্ক্কার কারণেই। ২০১২ সালে ঢাকাতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ দিকে ৭ বলের ব্যবধানে তিনটি ছ্ক্কা হাঁকিয়েছিলেন মুশফিক।

পাপনের অপরিপক্ক কথার জবাব দিতে গিয়ে মুশফিক আরো বলেন, ‘এই ইনিংসের পর হয়তো তিনি নিশ্চয়ই ভাববেন যে, আমি পারি। আলহামদুলিল্লাহ। হয়তো তিনি অন্যরকমভাবে আমার খেলা দেখেছেন। গত ২-৩ মাস আমরা যেভাবে কঠোর পরিশ্রম করেছি, তার ফল পেলে একটা ভালো লাগা থাকেই। হয়তো তিনি অনুশীলন দেখেননি। ম্যাচে সেটা কাজে লেগেছে।’