আকাশ স্পোর্টস ডেস্ক:
অবশেষে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০০৯ সালের পর ফের ক্রিকেট মানচিত্রে ফিরতে যাচ্ছে করাচি। এপ্রিলের শুরুর দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘ দিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে ঘরের ম্যাচগুলো খেলে আসছিল পাকিস্তান।
যদিও নিকট অতীতে জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলসংক্ষিপ্ত সফরে পাকিস্তানেখেলেছে।এই ম্যাচগুলোর সবকটিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন জায়গায় ম্যাচ হওয়ার জন্যজোর প্রচেষ্টা চালাচ্ছিল পিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ দলের সফর নিয়েপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তিতে আসতে দিনরাত কাজ করেছি। কিছুক্ষণ আগেই এর কাজ শেষ করেছি। সুসংবাদ হলো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান খেলতে আসবে। খেলা হবে ১,২ ও ৪ এপ্রিল।আর সবগুলো ম্যাচই হবে করাচিতে। ওরা আসলে লাহোরে খেলতে চায় না। তবে করাচিতে আপত্তি নেই।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সভাপতি আরও বলেন, ‘এভাবেই আমরা করাচিকে ক্রিকেট মানচিত্রে ফেরানোর চেষ্টায় আছি। পিএসএল ফাইনালের পর এবার তিনটি আন্তর্জাতিক ম্যাচ হবে সেখানে।’
পিএসএল ফাইনালের আগেসেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (অাইসিসি)নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসনের।
আকাশ নিউজ ডেস্ক 






















