আকাশ স্পোর্টস ডেস্ক:
মোস্তাফিজের প্রথম প্রত্যাবর্তনটা ছিলো অকল্পনীয়। প্রথমে এসেই ভারতের সাথে ৫ উইকেট। এরপরে সাউথ আফ্রিকা সফরে আরেকটা তান্ডব। তারপরে আর নিজেকে তেমন একটা এখনো মিলে ধরতে পারেননি মোস্তাফিজ। আগের কাটারগুলো যেন আর কাজ করছে না। তবে আগের ফর্ম ফিরে পেতে মোস্তাফিজকে বেশ কিছু পরামর্শ দিলেন লঙ্কান গ্রেট চামিন্দা ভাস
ভাস বলেন ,’মুস্তাফিজুর একজন ভালো বোলার এবং বাংলাদেশ দলের সাথে যখন সে যোগ দিয়েছিলো তাঁর শুরুটা দুর্দান্ত হয়েছিলো এবং সে অনেক উইকেট নিয়েছিলো।
তবে এখন যে পরিমাণ ক্রিকেট খেলা হয়—টি টোয়েন্টি, আইপিএল, বিগ ব্যাশ, টেস্ট ক্রিকেট এবং ৫০ ওভারের ফরম্যাট–একজন ফাস্ট বোলারের জন্য ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। ’পাশাপাশি মুস্তাফিজকে প্রেরণা পাওয়ার উপায় বাতলেও দিলেন লঙ্কান কিংবদন্তী। ভাসের পরামর্শ দুর্দান্ত পারফর্ম করার সেই ভিডিওগুলো যেন প্রতিনিয়ত দেখেন মুস্তাফিজ। আর তাহলেই নিজের সমস্যাগুলো ধরা সহজ হবে তাঁর জন্য। ’
ভাস আরো বলেন ,”আমার বিশ্বাস সে দ্রুতই ফিরে আসতে পারবে এবং তাঁর উচিৎ যখন সে দারুণ বোলিং করতো সেসময়ের ভিডিওগুলো দেখা। আমি নিশ্চিত সে দুর্দান্তভাবে ফিরে আসবে এবং বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে। লঙ্কান তারকা আরো যোগ করলেন, ‘আপনাকে শতভাগ ফিট থাকতে হবে একজন ফাস্ট বোলার হতে হলে যেহেতু এটি খুব একটা সহজ কাজ নয় টানা বোলিং করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিটনেস হচ্ছে একজন ফাস্ট বোলারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিক। ‘”
আকাশ নিউজ ডেস্ক 

























