ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

পেসারদের চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি ২০ ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য গোলকধাঁধা হয়ে আছে। শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল লক্ষ্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ভাষাটা রপ্ত করা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

টি ২০তে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে রয়েছে কিছু বাধা। চোটের কারণে দলে নেই সাকিব আল হাসান। পেসাররা সাম্প্রতিক সময়ে ভালো করতে পারছেন না। এছাড়া ডেথ ওভারে দ্রুত রান তোলা যাচ্ছে না।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও দেখছেন পেসারদের চ্যালেঞ্জ। বুধবার দৈনিক আকাশকে তিনি বলেন, ‘এই সিরিজে পেসারদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের শিখর ধাওয়ান ও রোহিত শর্মা আছে। ওদিকে শ্রীলংকায় আবার কুশল পেরেরা আছে। তাদের সামলানোর জন্য কঠিন চ্যালেঞ্জ নিতে হবে পেসারদের। তবে এটা আবার বড় কিছু না। আসলে অসম্ভব কিছু না। ওরাই পারবে। আগেও পেরেছে।’

সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিবের অনুপস্থিতি যেকোনো সিরিজেই দলের জন্য বড় ক্ষতি। তার জায়গায় দু’জনকে অন্তর্ভুক্ত করতে হয়। এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। তবে এ ধরনের পরিস্থিতির জন্যও আমাদেরও প্রস্তুত থাকতে হবে। সাকিব সুস্থ হয়ে আবার ফিরবে। এখন তাড়াহুড়ো করলে পরবর্তীতে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারল না, তখন কী হবে! এর থেকে ভালো যে একেবারে সুস্থ হয়ে ফিরে আসুক। ওখানে যারা আছে তাদেরও একই মানসিকতা তৈরি করা উচিত। তার পরিবর্তে যারা এসেছে তাদের জন্যও তো বড় একটা সুযোগ। সেটা কাজে লাগানোর লক্ষ্য থাকতে হবে।’

দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর

কলকাতা নাইটরাইডার্সের অনুরোধ সত্ত্বেও দলে থাকতে রাজি হননি গৌতম গম্ভীর। বেছে নিয়েছেন আগের ঠিকানা দিল্লি ডেয়ারডেভিলস। আসন্ন আইপিএলে জন্মশহর দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ভারতীয় তারকা। জানুয়ারির নিলামে দিল্লি তাকে দলে ভিড়িয়েছে প্রায় তিন কোটি রুপিতে।

ফের দলটির দায়িত্ব পেয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন দিল্লি অধিনায়ক, ‘দিল্লিকে আবারও নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি।’ ২০১০ সালে দিল্লি ছেড়ে যান গৌতম গম্ভীর। এরপর কলকাতায় গিয়ে সাত বছরে দু’বার শিরোপা জিতেছেন। উল্টোদিকে দিল্লির হয়ে মাত্র তিন মৌসুম খেললেও তাদের সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে তার। গত বছরই দিল্লির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন গম্ভীর। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেসারদের চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

আপডেট সময় ০৫:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি ২০ ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য গোলকধাঁধা হয়ে আছে। শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল লক্ষ্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ভাষাটা রপ্ত করা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

টি ২০তে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে রয়েছে কিছু বাধা। চোটের কারণে দলে নেই সাকিব আল হাসান। পেসাররা সাম্প্রতিক সময়ে ভালো করতে পারছেন না। এছাড়া ডেথ ওভারে দ্রুত রান তোলা যাচ্ছে না।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও দেখছেন পেসারদের চ্যালেঞ্জ। বুধবার দৈনিক আকাশকে তিনি বলেন, ‘এই সিরিজে পেসারদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের শিখর ধাওয়ান ও রোহিত শর্মা আছে। ওদিকে শ্রীলংকায় আবার কুশল পেরেরা আছে। তাদের সামলানোর জন্য কঠিন চ্যালেঞ্জ নিতে হবে পেসারদের। তবে এটা আবার বড় কিছু না। আসলে অসম্ভব কিছু না। ওরাই পারবে। আগেও পেরেছে।’

সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিবের অনুপস্থিতি যেকোনো সিরিজেই দলের জন্য বড় ক্ষতি। তার জায়গায় দু’জনকে অন্তর্ভুক্ত করতে হয়। এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। তবে এ ধরনের পরিস্থিতির জন্যও আমাদেরও প্রস্তুত থাকতে হবে। সাকিব সুস্থ হয়ে আবার ফিরবে। এখন তাড়াহুড়ো করলে পরবর্তীতে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারল না, তখন কী হবে! এর থেকে ভালো যে একেবারে সুস্থ হয়ে ফিরে আসুক। ওখানে যারা আছে তাদেরও একই মানসিকতা তৈরি করা উচিত। তার পরিবর্তে যারা এসেছে তাদের জন্যও তো বড় একটা সুযোগ। সেটা কাজে লাগানোর লক্ষ্য থাকতে হবে।’

দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর

কলকাতা নাইটরাইডার্সের অনুরোধ সত্ত্বেও দলে থাকতে রাজি হননি গৌতম গম্ভীর। বেছে নিয়েছেন আগের ঠিকানা দিল্লি ডেয়ারডেভিলস। আসন্ন আইপিএলে জন্মশহর দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ভারতীয় তারকা। জানুয়ারির নিলামে দিল্লি তাকে দলে ভিড়িয়েছে প্রায় তিন কোটি রুপিতে।

ফের দলটির দায়িত্ব পেয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন দিল্লি অধিনায়ক, ‘দিল্লিকে আবারও নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি।’ ২০১০ সালে দিল্লি ছেড়ে যান গৌতম গম্ভীর। এরপর কলকাতায় গিয়ে সাত বছরে দু’বার শিরোপা জিতেছেন। উল্টোদিকে দিল্লির হয়ে মাত্র তিন মৌসুম খেললেও তাদের সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে তার। গত বছরই দিল্লির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন গম্ভীর। ওয়েবসাইট।