আকাশ স্পোর্টস ডেস্ক:
একসময়ে বাংলাদেশ ক্রিকেটের আইকন হিসেবে তাকেই ভাবা হতো। জাতীয় দলে অভিষেকের পর থেকে সেই সম্ভাবনাও তৈরি করেছিলেন। অথচ কালের পরিক্রমায় দেশের ক্রিকেট সংস্কৃতির কারণে হারিয়ে যেতে বসেছেন শাহরিয়ার নাফীস।
প্রথম শ্রেণির ক্রিকেটে গত তিন মৌসুমে গড়ে হাজার রান করে করেছেন। জাতীয় লিগের চলমান আসরে পরপর দুই ম্যাচে করেছেন ৯৯ ও ১২১ রান। ৩২ বছল বয়সী এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান এখনও জাতীয় দলে ফেরার আপেক্ষায় রয়েছেন।
ঢাকা লিগের চলতি আসরের শুরুটা মোটেও ভালো যায়নি নাফীসের। তবে শুরুর সেই ঘাটতি পুষিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্রণী ব্যাংক দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। গত মঙ্গলবার আবাহনীর বিপক্ষে খেলেছেন ১২১ রানের ঝকঝকে এক ইনিংস। ঠিক তার আগের ম্যাচে মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
পরপর দুই ম্যাচে অসাধারণ খেলে যাওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি জাতীয় দলের বাইরে থেকে একটা কাজই করতে পারি। পারফরম করা। আর এটা করতে পারলে সুযোগ আসবে। পারফরম না করলে কখনও সুযোগ আসবে না। আমার ফোকাস হচ্ছে ধারাবাহিক পারফরম করে যাওয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা।
সর্বশেষ টেস্টে সিরিজে শ্রীলংকার বিপক্ষে হঠাৎ করেই জাতীয় দলে ডাকা হয় আব্দুর রাজ্জাক। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন চমক লাগিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৩৫ বছর বয়সে রাজ্জাক জাতীয় দলে ফেরায় সিনিয়র অন্য ক্রিকেটাররাও আশায় আছেন কল পাওয়ার। এ নিয়ে ৩২ বছর বয়সী নাফীস বলেন, সব কিছু নির্ভর করে পারফরম্যান্সের ওপর। রাজ ভাই পারফরম করেছেন, আমাদেরও পারফরম করে জাতীয় দলে ঢুকতে হবে। সুযোগ হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আমি যদি পারফরম না করি তাহলে জীবনে আর কখনও সুযোগ আসবে না। সে জন্য আমার ফোকাস পারফম করা নিয়ে।
বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি এই অধিনায়ক বলেন, আব্দুর রাজ্জাকের মতো হঠাৎ করে জাতীয় দলে আমারও যদি কখনও ডাক আসে তাহলে একটাই কাজ থাকবে পারফরম করা। চেষ্টা করব দলের প্রত্যাশা অনুসারে খেলার।
আকাশ নিউজ ডেস্ক 






















