আকাশ স্পোর্টস ডেস্ক :
সিরিজে টিকে থাকতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না স্বাগতিক নিউজিল্যান্ডের। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন অভিজ্ঞ রস টেইলর। ব্যাট হাতে খেললেন ১৮১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। তার এই দুর্দান্ত ইনিংসের উপর ভর করে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে কিউইরা।
ডানেডিনে এইদিন টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রান সংগ্রহ করে ইংলিশরা। দলের হয়ে শুরুটা বেশ ভালোই করে ইংল্যান্ড। সর্বোচ্চ ১৩৯ রান করেন বেয়ারস্টো। দ্বিতীয় সর্বোচ্চ ১০২ রান করেন জো রুট। কিউইদের হয়ে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন ইশ শধি।
৩৩৬ রানের পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে কোন রান না করেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার গাপটিল ও মানরো। তৃতীয় উইকেটে উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন টেলর। সাজঘরে ফেরার আগে কিউই অধিনায়ক করেন ৪৫ রান। চতুর্থ উইকেটে ল্যাথামকে নিয়ে ১৮৭ রান যোগ করে টেলর। তুলে নেন ক্যারিয়ারের উনিশতম সেঞ্চুরি। ব্যক্তিগত ৭১ রান করে সাজঘরে ফিরে যান এই তারকা।
পঞ্চম উইকেটে গ্র্যান্ডহোমের সঙ্গে ৩০ ও হেনরি নিকোলসের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে দলকে দুর্দান্ত এক জয় এনে দেন টেলর। নিজে অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ১৮১ রানে। এ জয়ে সিরিজে ২-২ এ সমতায় ফিরল কিউইরা। ফলে শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিল।
আকাশ নিউজ ডেস্ক 






















