আকাশ স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকার জন্য নিদাহাস ট্রফি সম্মানের, মর্যাদার, গৌরবের। তাদের স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ উপলক্ষ। এই আসরে ২০ বছর আগে শিরোপাজয়ী ভারত দলে ছিলেন শচীন টেন্ডুলকার। ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এবারও হয়তো নিদাহাস ট্রফির কিছু ম্যাচের অংশ হতে কলম্বোয় থাকবেন অতিথির আসনে। মঙ্গলবার কলম্বোয়
শুরু ত্রিদেশীয় টি ২০ নিদাহাস ট্রফি। অংশ নিচ্ছে শ্রীলংকা, ভারত ও বাংলাদেশ। লংকান বোর্ড
বিশেষ আমন্ত্রণ জানিয়েছে টেন্ডুলকারকে। ৬ থেকে ১৮ মার্চ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চলবে টুর্নামেন্ট। প্রথমদিন মুখোমুখি হয় শ্রীলংকা ও ভারত। এই ম্যাচ দেখতে টেন্ডুলকার থাকছেন না সেখানে। তবে কয়েকটি ম্যাচে যাতে তিনি থাকেন তাই তার কাছে গেছে আমন্ত্রণপত্র। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা দিয়েছেন এ খবর। তিনি জানিয়েছেন, টেন্ডুলকার শ্রীলংকার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ বার্তা পাঠিয়েছেন।
২০ বছর আগে নিদাহাস ট্রফি ছিল ওয়ানডে টুর্নামেন্ট। ৫০ ওভারের সেই আসরে ১৯৯৮ সালে জিতেছিল ভারত। মাস্টার ব্লাস্টার টেন্ডুলকার হয়েছিলেন ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ। আয়োজক শ্রীলংকার বিপক্ষে সেই ম্যাচে ভারত জিতেছিল ছয় রানে। ওটা ছিল শ্রীলংকার ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের টুর্নামেন্ট। এখন নিদাহাস ট্রফি হয়ে গেছে টি ২০ আসর। ওয়েবসাইট।
আকাশ নিউজ ডেস্ক 






















