আকাশ বিনোদন ডেস্ক:
টিভি নাটকের অন্যতম ব্যস্ত তারকা মেহজাবিন। উৎসব মানেই এখন মেহজাবিন অভিনীত দর্শকপ্রিয় সব নাটক।
দিবসকেন্দ্রিক নির্মিত নাটকগুলোতে এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। ‘বড় ছেলে’ নাটকের সফলতা পাওয়ার পর গত ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারিত তার অভিনীত নাটক ‘বেকার’ দিয়েও বেশ আলোচনায় তিনি। এবার তাকে নিয়ে নির্মিত হল নাটক ‘অমৃত কথা’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুৎফর রহমান সোহেল।
এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এখন নাটকের ক্ষেত্রে গল্পে বেশি নজর দিচ্ছি। কারণ গল্পটিই দর্শক দেখেন। গল্প ভালো হলে দর্শক নাটকটি গ্রহণ করেন। এ নাটকের গল্প চমৎকার।
রোমান্টিক গল্পের হলেও দর্শক ভিন্ন এক রসায়ন পাবেন। আশা করি এটিও ভালো লাগবে।’ এতে আরও অভিনয় করেছেন ডেইজি আহমেদ, প্রিমা ফরহাদ বিদ্যাসহ অনেকে। নাটকটি শিগগিরই কোনো বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আকাশ নিউজ ডেস্ক 























