ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ বেডরুমে `স্ত্রী`র সঙ্গে অন্য পুরুষ! তারপর…

আকাশ বিনোদন ডেস্ক: 

বর্তমান সমাজে পরকীয়া, দাম্পত্যকলহ, এর জেরে সন্দেহ-অশান্তি-খুন এমন ঘটনা যেন দিন দিন বাড়ছে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল ইরফান খানের জীবনে? না, বাস্তব জীবনে একেবারেই নয়। তবে ইরফান তার আসন্ন ছবি `ব্ল্যাকমেল`-এ এমনই পরকীয়ার সমস্যায় জর্জরিত। অফিস থেকে ফিরে দেখতে পেয়েছেন, বেডরুমে `স্ত্রী` কীর্তি কুলহারির সাথে রয়েছেন তার বয়ফ্রেন্ড (অরুণোদয় সিংহ)।

কী করবেন এবার ইরফান? এমন দৃশ্য দেখতে পেয়ে, সাধারণভাবে কী কী করতে পারেন একজন? পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। চুপ করে সহ্য করতে পারেন। আবার অনেকে চরম সিদ্ধান্তও বেছে নেন। বয়ফ্রেন্ড বা স্ত্রীকে খুন করতেও হাত কাঁপে না তাদের।

কিন্তু `ব্ল্যাকমেল`-এ ইরফান এর কোনওটাই করেননি। নিয়েছেন এক অদ্ভুত সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের কথা সম্প্রতি কোনও ঘটনায় শোনা গেছে বলে মনে পড়ে না।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি `ব্ল্যাকমেল`-এর ট্রেলর। আর ট্রেলরেই বাজিমাত করেছে ইরফানের অভিনয়। এটি একটি ব্ল্যাক কমেডি জঁরের ছবি। রয়েছে টানটান চিত্রনাট্য।

পরিচালক অভিনয় দেও এর আগে `ডেলি বেলি`, `ফোর্স টু`, `গেম`-এর মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। `ব্ল্যাকমেল`-এ ইরফান খানের সাথে দেখা যাবে `পিঙ্ক` খ্যাত কীর্তি কুলহারি, অরুণোদয় সিংহ, দিব্যা দত্তকে। স্টারকাস্টে একটি চমকও রয়েছে। বহুদিন পর পর্দায় দেখা যাবে উর্মিলা মাতন্ডকরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৬ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

হঠাৎ বেডরুমে `স্ত্রী`র সঙ্গে অন্য পুরুষ! তারপর…

আপডেট সময় ১০:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

বর্তমান সমাজে পরকীয়া, দাম্পত্যকলহ, এর জেরে সন্দেহ-অশান্তি-খুন এমন ঘটনা যেন দিন দিন বাড়ছে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল ইরফান খানের জীবনে? না, বাস্তব জীবনে একেবারেই নয়। তবে ইরফান তার আসন্ন ছবি `ব্ল্যাকমেল`-এ এমনই পরকীয়ার সমস্যায় জর্জরিত। অফিস থেকে ফিরে দেখতে পেয়েছেন, বেডরুমে `স্ত্রী` কীর্তি কুলহারির সাথে রয়েছেন তার বয়ফ্রেন্ড (অরুণোদয় সিংহ)।

কী করবেন এবার ইরফান? এমন দৃশ্য দেখতে পেয়ে, সাধারণভাবে কী কী করতে পারেন একজন? পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। চুপ করে সহ্য করতে পারেন। আবার অনেকে চরম সিদ্ধান্তও বেছে নেন। বয়ফ্রেন্ড বা স্ত্রীকে খুন করতেও হাত কাঁপে না তাদের।

কিন্তু `ব্ল্যাকমেল`-এ ইরফান এর কোনওটাই করেননি। নিয়েছেন এক অদ্ভুত সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের কথা সম্প্রতি কোনও ঘটনায় শোনা গেছে বলে মনে পড়ে না।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি `ব্ল্যাকমেল`-এর ট্রেলর। আর ট্রেলরেই বাজিমাত করেছে ইরফানের অভিনয়। এটি একটি ব্ল্যাক কমেডি জঁরের ছবি। রয়েছে টানটান চিত্রনাট্য।

পরিচালক অভিনয় দেও এর আগে `ডেলি বেলি`, `ফোর্স টু`, `গেম`-এর মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। `ব্ল্যাকমেল`-এ ইরফান খানের সাথে দেখা যাবে `পিঙ্ক` খ্যাত কীর্তি কুলহারি, অরুণোদয় সিংহ, দিব্যা দত্তকে। স্টারকাস্টে একটি চমকও রয়েছে। বহুদিন পর পর্দায় দেখা যাবে উর্মিলা মাতন্ডকরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৬ এপ্রিল।