অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাখাইনে রোহিঙ্গাদের অর্ধশতাধিক গ্রাম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। এর মধ্যেই রাখাইনে জাতিগত নিধনের দায়ে মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
মিয়ানমার বাহিনীর ধ্বংসযজ্ঞের নতুন উপগ্রহ ছবি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ভারী যন্ত্রপাতি করে জনশূন্য ৫৫টি গ্রামের সব স্থাপনা ও ফসলাদি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। এছাড়া গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের সাড়ে ৩শ’রও বেশি গ্রাম জ্বালিয়ে দেয়ার কথাও জানানো হয়।
এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘রাখাইনের অনেক গ্রামে মিয়ানমার বাহিনীর ধ্বংসযজ্ঞের বিভিন্ন আলামত ছিলো। জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা সেখানে ভ্রমণ করলে বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করতে পারতেন। কিন্তু বুলডোজার দিয়ে তা সব নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এমন তৎপরতা বন্ধে মিয়ানামর সরকারের ওপর চাপ দেয়া।’
আকাশ নিউজ ডেস্ক 
























