ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার

ইতিহাসের এই দিনে, ২৪ ফেব্রুয়ারি

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৪ ফেব্রুয়ারি, ২০১৮, শনিবার। ১২ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৪১৯ বছর আগের এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ইন্তেকাল করেন বলে অনেক আলেম ও ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। তাই সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। হিজরতের ৫২ বছর আগে মক্কায় তাঁর জন্ম হয়েছিল। সততা ও ন্যায় পরায়নতার জন্য মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী বলতো। ৪০ বছর বয়সে তিনি নবুওত লাভ করেন এবং মানুষকে একত্ববাদ, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের দিকে আহ্বান করেন। একইসাথে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) বংশীয়,জাতিগত ও শ্রেণীগত অহমিকাকে নিষিদ্ধ করেন। তিনি পবিত্র ইসলাম ধর্মকে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী ধর্ম এবং জীবন বিধান হিসেবে বিশ্ববাসীর কাছে পেশ করেন। ১৪০০ বছর পর আজও ইসলাম ধর্ম প্রানবন্ত ও শক্তিশালী এবং বিশ্বের ১০০ কোটিরও বেশী মানুষ এ ধর্মের অনুসারী। ঐতিহাসিক স্ট্যানলী লেনপুল বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে লিখেছেন,

চিন্তার শক্তি, উন্নত দৃষ্টিভঙ্গি, দয়া, সৌন্দর্য, অনুভূতির পবিত্রতা বা মহত্ত্বের দিক থেকে তিনি ছিলেন অসাধারণ। মানুষের সাথে তাঁর কথাবার্তা ছিল অন্যদের চেয়ে মধুরতর ও আকাক্সিক্ষত। যারা তাঁর কাছে আসতো তারা তাঁর গভীর অনুরক্ত হয়ে পড়তো। যারাই তাঁকে দেখেছে তারাই বলেছে, তাঁর আগেও আমরা ইতিহাসে এমন মহৎ মানুষ দেখিনি এবং তাঁর পরও এমন মহৎ মানুষ আর জন্ম হয় নি।

৫২৫ সালের এ দিনে পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন। তার সবচেয়ে বড় কাব্যগ্রন্থ লুজইয়াদেজ। অনেকে ক’মুনেসের এই কাব্যকে ফেরদৌসীর শাহনামা ও হোমারের ইলিয়াডের সাথে তুলনা করেন। এই বিখ্যাত পর্তূগীজ কবি ১৫৮০ সালে মারা যান ।

১৮৫৬ সালের এ দিনে রুশ গণিতবিদ নিকোলাই আইভানোভিচ লবাচেভস্কি মারা যান। তিনি ১৭৯২ সালে জন্ম গ্রহণ করেছিলেন এক দরিদ্র পরিবারে। যৌবনেই গণিতে অধ্যাপনার পর তিনি গাজান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়েছিলেন। জ্যামিতির গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। তিনি ইউক্লিডের পঞ্চম উপপাদ্যকে ভুল বলে মনে করতেন। আইভানোভিচ পৃথিবীর আয়তন নিয়েও অনেক গবেষণা করেছেন।

১৯৪৯ সালের এ দিনে মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইসরাইল নামে একটি রাষ্ট্র ঘোষিত হলে মিশরসহ কয়েকটি আরব দেশ ইসরাইলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু খুবই সাদামাটা অস্ত্রে সজ্জিত থাকার কারণে আরব বাহিনী এ যুদ্ধে সুবিধে করতে পারে নি। ফলে ইসরাইলী সেনারা লেবানন ও মিশরে ঢুকে পড়ে এবং আরব বাহিন পরাজিত হয়। ১৯৪৯ সালের জানুয়ারী মাসে যুদ্ধ শেষ হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় মিশর এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যান্য আরব দেশ এ চুক্তি মেনে নেয়। এ চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলে অবস্থিত গাজা উপত্যকার ওপর মিশরের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়।

আজ থেকে ১৩৮১ বছর আগে এ দিনে শাহাদত বরণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র নাতি এবং তাঁর আহলে বাইতের সদস্য হযরত ইমাম হাসান মুজতাবা (আঃ)। তিনি মদীনায় বিশ্বনবী (সাঃ)’র হিজরতের পর তৃতীয় বছরে জন্ম গ্রহণ করেছিলেন। হযরত ফাতেমা (সাঃ)’র প্রথম সন্তান জীবনের প্রথম সাত বছর বিশ্বনবী (সাঃ)’র সান্নিধ্যে ইসলামী শিক্ষা লাভ করার সৌভাগ্যের অধিকারী। ৩৭ বছর বয়সে তাঁর পিতা আমীরুল মুমিনীন হযরত আলী (আঃ) শাহাদত বরণ করেন। এ সময় মুসলমানরা পরবর্তি খলিফা হিসেবে হযরত ইমাম হাসান মুজতাবা (আঃ)’র প্রতি আনুগত্য প্রকাশ করে। খলিফা হবার পরই তিনি মুয়াবিয়ার বিরুদ্ধে তার পিতার অসমাপ্ত যুদ্ধ শুরু করেন। কিন্তু মুয়াবিয়ার বিভিন্ন অপকৌশলে তাঁর সঙ্গী ও সহচররা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় তিনি বুঝতে পারেন যে, অভ্যন্তরীণ বিভেদের কারণে যুদ্ধে বিজয়ের সম্ভাবনা কম। ফলে উম্মাহর বৃহত্তর স্বার্থে তিনি মুয়াবিয়ার সাথে সন্ধি করেন। মুয়াবিয়া জনগণের মধ্যে ইমাম হাসান মুজতাবা (আঃ)’র আধ্যাত্মিক প্রভাব ও জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়েন এবং নিজ রাজত্বের জন্য তাকে হুমকি হিসেবে বিবেচনা করে তাঁকে বিষ প্রয়োগে শহীদ করেন।

  • লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত (১৭৮৬)
  • ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু (১৮৯১)
  • যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু (১৯৩৮)
  • আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা (১৯৩৯)
  • কার্লস মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস কর্তৃক কমিউনিষ্ট পার্টির ইশতেহার প্রকাশ (১৯৪৮)
  • লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ (১৯৪৮)
  • জে. আঙ্কার কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত (১৯৬৩)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩

ইতিহাসের এই দিনে, ২৪ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৩:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৪ ফেব্রুয়ারি, ২০১৮, শনিবার। ১২ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৪১৯ বছর আগের এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ইন্তেকাল করেন বলে অনেক আলেম ও ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। তাই সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। হিজরতের ৫২ বছর আগে মক্কায় তাঁর জন্ম হয়েছিল। সততা ও ন্যায় পরায়নতার জন্য মক্কার মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী বলতো। ৪০ বছর বয়সে তিনি নবুওত লাভ করেন এবং মানুষকে একত্ববাদ, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের দিকে আহ্বান করেন। একইসাথে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) বংশীয়,জাতিগত ও শ্রেণীগত অহমিকাকে নিষিদ্ধ করেন। তিনি পবিত্র ইসলাম ধর্মকে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী ধর্ম এবং জীবন বিধান হিসেবে বিশ্ববাসীর কাছে পেশ করেন। ১৪০০ বছর পর আজও ইসলাম ধর্ম প্রানবন্ত ও শক্তিশালী এবং বিশ্বের ১০০ কোটিরও বেশী মানুষ এ ধর্মের অনুসারী। ঐতিহাসিক স্ট্যানলী লেনপুল বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে লিখেছেন,

চিন্তার শক্তি, উন্নত দৃষ্টিভঙ্গি, দয়া, সৌন্দর্য, অনুভূতির পবিত্রতা বা মহত্ত্বের দিক থেকে তিনি ছিলেন অসাধারণ। মানুষের সাথে তাঁর কথাবার্তা ছিল অন্যদের চেয়ে মধুরতর ও আকাক্সিক্ষত। যারা তাঁর কাছে আসতো তারা তাঁর গভীর অনুরক্ত হয়ে পড়তো। যারাই তাঁকে দেখেছে তারাই বলেছে, তাঁর আগেও আমরা ইতিহাসে এমন মহৎ মানুষ দেখিনি এবং তাঁর পরও এমন মহৎ মানুষ আর জন্ম হয় নি।

৫২৫ সালের এ দিনে পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন। তার সবচেয়ে বড় কাব্যগ্রন্থ লুজইয়াদেজ। অনেকে ক’মুনেসের এই কাব্যকে ফেরদৌসীর শাহনামা ও হোমারের ইলিয়াডের সাথে তুলনা করেন। এই বিখ্যাত পর্তূগীজ কবি ১৫৮০ সালে মারা যান ।

১৮৫৬ সালের এ দিনে রুশ গণিতবিদ নিকোলাই আইভানোভিচ লবাচেভস্কি মারা যান। তিনি ১৭৯২ সালে জন্ম গ্রহণ করেছিলেন এক দরিদ্র পরিবারে। যৌবনেই গণিতে অধ্যাপনার পর তিনি গাজান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়েছিলেন। জ্যামিতির গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। তিনি ইউক্লিডের পঞ্চম উপপাদ্যকে ভুল বলে মনে করতেন। আইভানোভিচ পৃথিবীর আয়তন নিয়েও অনেক গবেষণা করেছেন।

১৯৪৯ সালের এ দিনে মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইসরাইল নামে একটি রাষ্ট্র ঘোষিত হলে মিশরসহ কয়েকটি আরব দেশ ইসরাইলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু খুবই সাদামাটা অস্ত্রে সজ্জিত থাকার কারণে আরব বাহিনী এ যুদ্ধে সুবিধে করতে পারে নি। ফলে ইসরাইলী সেনারা লেবানন ও মিশরে ঢুকে পড়ে এবং আরব বাহিন পরাজিত হয়। ১৯৪৯ সালের জানুয়ারী মাসে যুদ্ধ শেষ হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় মিশর এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যান্য আরব দেশ এ চুক্তি মেনে নেয়। এ চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলে অবস্থিত গাজা উপত্যকার ওপর মিশরের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়।

আজ থেকে ১৩৮১ বছর আগে এ দিনে শাহাদত বরণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)’র নাতি এবং তাঁর আহলে বাইতের সদস্য হযরত ইমাম হাসান মুজতাবা (আঃ)। তিনি মদীনায় বিশ্বনবী (সাঃ)’র হিজরতের পর তৃতীয় বছরে জন্ম গ্রহণ করেছিলেন। হযরত ফাতেমা (সাঃ)’র প্রথম সন্তান জীবনের প্রথম সাত বছর বিশ্বনবী (সাঃ)’র সান্নিধ্যে ইসলামী শিক্ষা লাভ করার সৌভাগ্যের অধিকারী। ৩৭ বছর বয়সে তাঁর পিতা আমীরুল মুমিনীন হযরত আলী (আঃ) শাহাদত বরণ করেন। এ সময় মুসলমানরা পরবর্তি খলিফা হিসেবে হযরত ইমাম হাসান মুজতাবা (আঃ)’র প্রতি আনুগত্য প্রকাশ করে। খলিফা হবার পরই তিনি মুয়াবিয়ার বিরুদ্ধে তার পিতার অসমাপ্ত যুদ্ধ শুরু করেন। কিন্তু মুয়াবিয়ার বিভিন্ন অপকৌশলে তাঁর সঙ্গী ও সহচররা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় তিনি বুঝতে পারেন যে, অভ্যন্তরীণ বিভেদের কারণে যুদ্ধে বিজয়ের সম্ভাবনা কম। ফলে উম্মাহর বৃহত্তর স্বার্থে তিনি মুয়াবিয়ার সাথে সন্ধি করেন। মুয়াবিয়া জনগণের মধ্যে ইমাম হাসান মুজতাবা (আঃ)’র আধ্যাত্মিক প্রভাব ও জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়েন এবং নিজ রাজত্বের জন্য তাকে হুমকি হিসেবে বিবেচনা করে তাঁকে বিষ প্রয়োগে শহীদ করেন।

  • লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত (১৭৮৬)
  • ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু (১৮৯১)
  • যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু (১৯৩৮)
  • আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা (১৯৩৯)
  • কার্লস মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস কর্তৃক কমিউনিষ্ট পার্টির ইশতেহার প্রকাশ (১৯৪৮)
  • লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ (১৯৪৮)
  • জে. আঙ্কার কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত (১৯৬৩)