অাকাশ জাতীয় ডেস্ক:
দেশবরেণ্য আলেম আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুরের বড় ছেলে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা শাহ ক্বারী আহমাদুল্লাহ আশরাফ আর নেই।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
মাওলানা আশরাফ ২০১৪ সালে বেশ কয়েকবার মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। জটিল ডায়েবেটিস ও প্রচণ্ড শ্বাসকষ্টসহ জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জি হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা কারি শাহ আহমাদুল্লাহ আশরাফ। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।
অসুস্থতার কারণে ছোট ভাই কারি আল্লামা শাহ আতাউল্লাহকে খেলাফত আন্দোলনের আমিরের দায়িত্ব দিয়ে তিনি রাজনীতি থেকে অবসর নেন।
আজ বাদ আসর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া মাদরাসা ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















