অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার আহবান জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন ভন্ডুল করা যাবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে জানিয়ে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তি বসবাস করছে। তাই আওয়ামী লীগ জনগণকে ভয় করে না। জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারমান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, প্রকল্প পরিচালক পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিীকা, গণপূর্ত বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।