অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আগামী শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবেন বিএনপির নেতাকর্মীরা।
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলন এ কমসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল তারা।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার মামলায় বিচারক বিচারিক প্রতারণা করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দিয়েছেন সেখানে বিচারকের নিরপেক্ষতা সম্পর্কে তাদের পূর্বের বক্তব্যগুলিরই সত্যতা সুপ্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আদালতে যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিচারক বিকৃত করে তার রায়ে উদ্ধৃত করেছেন। তিনি বলেছিলেন, ‘ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এগুলি কী ক্ষমতার অপব্যবহার নয় ? ক্ষমতার অপব্যবহার আমি করেছি ?’ কিন্তু দুর্ভাগ্যের বিষয়- বিচারক মহোদয় খালেদা জিয়ার বক্তব্যকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন কেবলমাত্র সরকার প্রধানকে সন্তুষ্ট করার জন্য। নিজের চাকরির পদোন্নতির জন্যই তিনি তার বক্তব্যকে বিকৃত করে রায় লিখেছেন বলে জনগণ মনে করে। ন্যায় বিচারকে পদদলিত করে বিচারক ড. আক্তারুজ্জামান যে কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তিনি ইতিহাসে কলঙ্কিত ব্যক্তি হয়ে থাকবেন।
রিজভী বলেন, পক্ষপাতদুষ্ট এই বিচারকরা সরকারের অনুগ্রহভাজন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকায় এই ভোটারবিহীন সরকার গণতন্ত্রকে ধুলোয় লুটিয়ে দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, হিংসা ও গুম-খুনে আগ্রহী হয়ে উঠেছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাবন্দী করেও ষড়যন্ত্রকারিদের প্রতিহিংসার চরিতার্থ করার তৃষ্ণা মিটছে না, তাই দেশীয় গণবিরোধী সরকারের বিদেশি দোসররাও উঠেপড়ে লেগেছে সার্বিক চক্রান্ত জাল বুনতে। এজন্য এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা তাদের মাস্টার প্লানের অংশ। এর অংশ হিসেবে ‘তারেকের স্ত্রী, কন্যা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন চেয়ে দরখাস্ত’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদটি একেবারেই হীন উদ্দেশ্যে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক আবদুস সালাম, সহ প্রচার আসাদুল করিম শাহীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















