অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের উন্নয়নের স্বার্থেই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সোমবার বিকেলে নগরীর সার্কিট হাউসে দলের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুসহ বরিশাল বিভাগের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির মহাসমাবেশকে কেন্দ্র করেই এ বিশেষ সভার আয়োজন করা হয়।
জাপা পার্টির মহাসচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করে এদেশের মানুষের পাশে দাঁড়াবে। সেই সঙ্গে দেশের জাতীয় সমস্যাগুলো সমাধান করতে করবে। এটাই আমাদের লক্ষ্য।’
আকাশ নিউজ ডেস্ক 



















