অাকাশ জাতীয় ডেস্ক:
ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত জনপ্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।
পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের আগের দফতরেই পদায়ন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















