অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার ইদবারদী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিশুটির বাবা দৈনিক আকাশকে জানান, গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে রিকশা চালক দেলোয়ার বাড়ির পাশের দোকান থেকে চকলেট কিনে দিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর শিশুটি কান্নারত অবস্থায় বাড়ীতে গেলে তার মা ধর্ষণের ঘটনা জানতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হক দৈনিক আকাশকে জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























